নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- বাসুদেবপুর থানার শ্যামনগর কাউগাছি-১ পঞ্চায়েতের রামমোহন পল্লীর বাসিন্দা জমি ব্যবসায়ী সমীর চ্যাটার্জিকে দেখে নেবার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। জানা গিয়েছে, ভাটপাড়া পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের হাঁসিয়া ঘোষপাড়ায় জমি প্লটিংয়ের কাজ করছেন ওই জমি ব্যবসায়ী। যদিও বাপ্পা নিজেকে একজন তৃণমূল কর্মী বলে দাবি করেছেন। অভিযোগ, গত ২৪ জানুয়ারি দুপুরে একটি গাড়িতে চেপে চার দুষ্কৃতী এসে প্লটিংয়ের কাজ বন্ধ রাখতে বলে। ব্যবসায়ীর অভিযোগ, জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের ভাই সঞ্জয় শ্যামের সঙ্গে দেখা করার পর কাজ করার নিদান দেন আগতরা।
দুপক্ষের মধ্যে বচসা চলাকালীন একজন সমীরের পেটের ওপরে পিস্তল ঠেকিয়ে প্রাননাশের হুমকি দেয় বলে অভিযোগ। তারপর সমীরকে ধাক্কা মেরে ওরা চলে যায়। ঘটনায় অসুস্থ হয়ে পড়েন জমি ব্যবসায়ী। গত ২৫ জানুয়ারি জমি ব্যবসায়ী বাসুদেবপুর থানায় সুজিত চৌধুরী ওরফে কালুয়া, রাবিয়া, বুম্বা-সহ চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তবে বিধায়কের ভাই সঞ্জয় শ্যাম এপ্রসঙ্গে বলেন, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা। যিনি অভিযোগ করছেন, তাঁকে তিনি চেনেন না। প্রশাসন খতিয়ে দেখে ব্যবস্থা নিক।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post