কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি: আবার শিলিগুড়িতে সাইবার ক্রাইমের স্বীকার এক যুবক। শিলিগুড়ির কুমার জ্যেতী সরকার এর একাউন্ট থেকে উধাও নববই হাজার টাকা। বাবার চিকিৎসার জন্য বিভিন্ন জায়গা থেকে লোন নিয়ে ৮৯ হাজার টাকা জমা করেছিলেন কুমার জ্যোতি সরকার।
শিলিগুড়ির ভক্তিনগরের চেকপোষ্ট এলাকার বাসিন্দা কুমার জ্যোতি সরকার। বাবার চিকিৎসার জন্য বিভিন্ন জায়গা থেকে লোন নিয়ে ব্যাঙ্কে অল্প অল্প করে টাকা জমিয়েছিলেন। আগামী ১ অক্টোবর বাবাকে নিয়ে চিকিৎসার জন্য ব্যাঙ্গালোর যাওয়ার কথা ছিল তাঁর। ইতিমধ্যেই ট্রেনের টিকিটও কেটে নিয়েছিলেন। কিন্তু তাঁর আগেই বিপদ ঘটে গেল। প্রতারণার শিকার হলেন তিনি।
কুমার বাবু জানান, গত বুধবার সন্ধ্যায় একটি টোল ফ্রি নম্বর থেকে তাঁর মোবাইলে ফোন আসে। তাকে বলা হয় ট্রাঞ্জাকশন কনফার্ম করার জন্য ১ এবং ক্যান্সেল করার জন্য ৯ টিপুন। সেইমতো ট্রাঞ্জাকশন ক্যান্সেল করার জন্য ৯ প্রেস করেন তিনি। এরপর কোনোরকম ওটিপি ছাড়াই তার একাউন্ট থেকে গায়েব হয়ে যায় টাকা। এখন তিনি বুঝতেই পারছেন না কিভাবে বাবাকে বাইরে নিয়ে যাবেন। তিনি পুলিশের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। তিনি জানান এখন তিনি কি করবেন বুঝেই উঠতে পারছেন না।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post