নিজস্ব প্রতিনিধি, বারাকপুর :- সোদপুর-মধ্যমগ্রাম রোডের নামী একটি সোনার দোকানে সোমবার দুপুরে গ্রাহক সেজে ঢোকে দুই যুবক। তখন দোকানে মালিক একাই ছিলেন। পাঁচ হাজার মূল্যের বাচ্চাদের রিং পছন্দ করেন ওই দুইজন। তারপর ওরা লকেট দেখতে চায়। রিং বাবদ পাঁচশো টাকা দোকান মালিকের হাতে দিয়ে বাকি টাকা এটিএম থেকে তুলে এনে দিচ্ছি বলে দুজন দোকান থেকে বেরিয়ে যায়।
কিন্তু ওরা দুইজন না ফেরায় গহনা মেলাতে গিয়ে মালিক দেখেন আটটি লকেট বিশিষ্ট একটি প্যাকেট উধাও। এরপর দোকান মালিক সহাদেব দত্ত খড়দা থানায় অভিযোগ দায়ের করেন। মঙ্গলবার বেলায়ও পুলিশ তদন্তে দোকানে আসে। সিসিটিভি ফুটেজ দেখে চোরদের নাগাল পাওয়ার চেষ্টা চালাচ্ছে খড়দা থানার পুলিশ।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post