কল্যাণ দত্ত, পূর্ব বর্ধমান: বর্ধমানে কৃষকদের নিয়ে মিছিল শুভেন্দুর। মূলত কৃষকদের ন্যায্য অধিকার পাইয়ে দেওয়ার দাবির ইস্যুতে এবং সরকারের তরফে কৃষকদের বঞ্চনার অভিযোগে এদিন বর্ধমানে কৃষকদের নিয়ে মিছিল করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার পূর্ব বর্ধমানের কার্জন গেট থেকে বড়নীলপুর পর্যন্ত্য একটি কৃষক মিছিল অনুষ্ঠিত হয় এবং বড়নীলপুর মোড়ে একটি পথসভাও অনুষ্ঠিত হয়। সভার মূল বক্তা ছিলেন রাজ্যের বিরোধীদলনেতা শুভেন্দু অধিকারী।
ফসলের ন্যায্য মূল্য না পাওয়া সহ কৃষক আত্মহত্যার ঘটনাকে হাতিয়ার করে এবার রাজ্য সরকার তথা শাসক দলের বিরুদ্ধে চাপ বাড়াতে চাইছে গেরুয়া শিবির। বর্ধমানই শুধু নয়, আগামীদিনে রাজ্যের বিভিন্ন কৃষি প্রধান এলাকাতেও কৃষকদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সরব হওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব।
এইদিনের সভা মঞ্চ থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “তৃণমূলের বড় সৈনিক এখন তিহারের জেলে। এখানকার মাতব্বরদের অবস্থা ও সেই রকমই হবে। এখানকার এক এমএলএ আছে তিনি এম এল এ হওয়ার আগে সাইকেল চালিয়ে ঘুরতেন। এই বর্ধমান জেলায় সবচেয়ে বেশি চোর আছে। ফেক চাকরি স্বপন দেবনাথ জোড়া নিয়েছে। বর্ধমানের মন্ত্রী এমন ভাবখানা করে যেন ভাজা মাছ উল্টে খেতে জানে না। জালি হিন্দু সেজে কিছুদিন আগে মায়াপুরে গিয়ে ঢোল বাজিয়েছে। এদের কেউ বিশ্বাস করে না। চাকরি কেলেঙ্কারি, পাশের জেলায় চলে এসেছে, এবার বর্ধমান জেলার পালা”। এই দিনের মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী আরও বলেন, কে জানে এক নেতা আছে উত্তম বলে সে তো বালি সব ফাঁকা করে দিল। বালি আর নেই বালি শেষ। এইভাবে একের পর এক অভিযোগের তীরের ফলায় বৃদ্ধ করে তৃণমূল কংগ্রেসকে।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post