সুরশ্রী রায় চৌধুরী: তিন মাসের মধ্যে গোয়ায় সরকার গঠন করবে তৃণমূল। দিনহাটায় উদয়ন গুহর হয়ে উপনির্বাচনের প্রচারে গিয়ে একথাই বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার ডায়মন্ড হারবারের সাংসদ বলেন,”তৃণমূল শুধু বাংলার মাটিতে সীমাবদ্ধ নয়। আমরা ত্রিপুরায় গিয়েছি। আমরা গোয়ায় ঢুকেছি। আমরা আরও ৫-৭টা রাজ্যে আগামী এক মাসের মধ্যে যাব।”
আরো পড়ুন প্রধানমন্ত্রী হবার অভিজ্ঞতা মমতার আছে কিনা, তা অজানা, কটাক্ষ সুকান্ত মজুমদারের
তৃণমূলের সর্বভারতীয় সভাপতি হয়েই অন্য রাজ্যে যাওয়ার কথা ঘোষণা করেছিলেন অভিষেক। শুধু নির্বাচন লড়তে নয় বরং বিজেপি সরকারকে উৎখাতের কথাও স্পষ্ট করে দিয়েছিলেন।
আরো পড়ুন পুলিশ-গুন্ডা দিয়ে জোর করে জেতার চেষ্টা করছে তৃণমূল অভিযোগ দিলীপ ঘোষের
ত্রিপুরায় আগেই সরকার গড়ার লক্ষ্য স্পষ্ট করে দিয়েছিল ঘাসফুল শিবির। এবার গোয়াতেও সরকার গঠন হচ্ছে বলে দাবি করলেন অভিষেক। তাঁর কথায়,”আগামী তিন মাসের মধ্যে গোয়ায় নির্বাচন। ৪০টি বিধানসভা আসন আছে। শূন্য থেকে তৃণমূল শুরু করেছে। লিখে রাখুন তিন মাসের মধ্যে গোয়ায় জোড়াফুল ফুটবে। তৃণমূলের সরকার প্রতিষ্ঠা হবে। তারপর ত্রিপুরা, মেঘালয়, অসম ও উত্তরপ্রদেশ। কারণ বাংলা পথ দেখিয়েছে। আজ ভারতকে পথ দেখাচ্ছে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাশ্মীর থেকে কন্যাকুমারী একটাই আওয়াজ দেশ কা নেত্রী ক্যাইসি হো মমতাদিদি জ্যাইসি হো।’
আরো পড়ুন পুলিশ প্রশাসনের প্রত্যক্ষ হস্তক্ষেপে APDR সম্মেলন বাতিল করা হলো
বিজেপিকে ভাইরাস বলেও কটাক্ষ করেছেন অভিষেক। তিনি বলেন,”করোনার ভ্যাকসিনের নাম কোভিশিল্ড আর ভারতীয় জনতা পার্টির ভ্যাকসিনের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। একটা ডোজ ৩০ তারিখ দেবেন। দ্বিতীয় ডোজ ২৪ সালের জন্য তুলে রাখবেন। সারা কোচবিহার ভাইরাসমুক্ত করতে হবে। এই রাজনৈতিক দল ক্ষমতায় থাকলে দেশ থাকবে না।”
Discussion about this post