দেবশ্রী মুখার্জী : ৯ ই এপ্রিল কলকাতা গ্যালারি গোল্ডে ‘রোটার্যাক্ট ক্লাব অফ টালিগঞ্জ যুবা’ এর উদ্যোগে আ্যাসপারাগস ইভেন্ট ও আর .কে অ্যাসোসিয়েট এর সহযোগিতায় সমাজ কল্যানে ক্যানসার পেসেন্টদের চিকিৎসার সহযোগীতায় , সুন্দরবনে দুঃস্থদের শিক্ষার প্রসারে লাইব্রেরি নির্মান ও অসহায় মহিলাদের সার্বিক উন্নয়নের স্বার্থে ফান্ড রেজার ইভেন্ট ‘ও- মানিয়া 2.0’ অণুষ্ঠিত হল ৷
দেখুন ভিডিও
এই অনুষ্ঠানের বিশেষ আকর্ষন ছিল ‘আমি মিস অ্যান্ড মিসেস রূপংদেহী 2.2’ বিউটি পেজেন্ট কনটেস্ট ও অভিনেতা সুদীপ মুখার্জি ও রঞ্জনা ভঞ্জের শ্রুতি নাটক ৷ এছাড়াও ছিল সমাজের বিশিষ্ট নারীদের সম্মানে ওমেন্স অফ এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান ৷
উক্ত বিউটি পেজেন্টের বিশেষত্ব ছিল এই প্রতিযোগীতায় গৃহবধূ থেকে সমাজের বিভিন্ন ক্ষেত্র যথা ওকালতি , মেকআপআর্টিস্ট, ইন্টিটিরিয়ারজিজাইনার , শিক্ষিকা ইত্যাদি পেশায় সাফল্যে থাকা মাহিলারা অংশ গ্রহণ করেন ৷ অনুষ্ঠানে দর্শকদের জন্য থাকে ভারী ডিসকাউন্টে খাদ্য সামগ্রী থেকে বস্ত্রের এক্সিবিশন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনায় ও সফলতায় বিশেষ ভাবে অংশনেয় রাজর্ষি মুখার্জী , কাহিনী ভট্টাচার্য্য, রূপসা মুখার্জী, সুদৃষা রায় চৌধুরী সহ উদ্যোগী সংস্থার অন্যান্য সদস্যবৃন্দরা ৷ বিউটি কনটেস্টের মিস ক্যাটাগরিতে বিজেতারা হলেন প্রথম স্থানে শিল্পা চ্যাটার্জী , দ্বিতীয় স্থানে সৌমশ্রী মজুমদার , তৃতীয় স্থানে অক্ষি সরকার ৷মিসেস ক্যাটাগরিতে প্রথম স্থানে সহেলী চক্রবর্ত্তী , দ্বিতীয় স্থানে পুস্পিতা মালাকার , তৃতীয় স্থানে চান্দ্রেয়ী দত্ত ৷

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post