পাঞ্চজন্য রায়, করিমগঞ্জ (অসম) : সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হল চেরাগির নবনির্মিত ঝুলন ব্রীজ৷ ২০২১-২২ অর্থবছরের এমএলএডিএস প্রকল্পের অধীনে ১০ লক্ষ টাকা ব্যয়ে চেরাগিতে নবনির্মিত ঝুলন ব্রীজের শুভ উদ্বোধন করলেন করিমগঞ্জের রাতাবাড়ি সমষ্টির বিধায়ক বিজয় মালাকার । শুক্রবার বিকালে এক অনুষ্ঠানের মাধ্যমে ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে ঝুলন ব্রিজের উদ্বোধন করেন রাতাবাড়ি সমষ্টির বিধায়ক বিজয় মালাকার ।
এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বিধায়ক বিজয় মালাকার বলেন যে, রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চেরাগী গ্রাম পঞ্চায়েতের মানুষের এই সমস্যা বহু পুরানো । বিগত বেশ কয়েক বছর থেকে এলাকার মানুষ নিজের জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা করেন । তাই এখানে অনেকটা প্রয়োজন ছিল ঝুলন সেতুর । নতুন করে উদ্বোধন হওয়া ঝুলন সেতুতে এলাকার ১০ হাজারের বেশি মানুষ উপকৃত হবেন বলে জানান বিধায়ক ।
শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুল্লভছড়া বিজেপি মন্ডলের সভাপতি জিতেন্দ্র লাল রায়, লালছড়া জিপি সভাপতি সঞ্জয় গোস্বামী, চেরাগী জিপির সভাপতি বাবুরিল চরাই, সহ-সভাপতি শ্যাম কুমার সিনহা, জেলা ওবিসি মোর্চার সহ সভাপতি প্রণব মুখার্জি, এপি সদস্য বীরেন্দ্র নমঃশূদ্র ও অন্যান্য দলের বিজেপির কার্যকর্তারা ।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post