নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান :- পূর্ব রেলওয়ে ডিভিশনের একটি গুরুত্বপূর্ণ স্টেশন বর্ধমান জংশন। প্রতিনিয়ত বহু সংখ্যক যাত্রী যাতায়াত করেন এই বর্ধমান স্টেশন দিয়ে। তাই গুরুত্বপূর্ণ স্টেশন হিসাবে বর্ধমান জংশন কে ব্যাপকভাবে সৌন্দর্য আইনের দায়িত্ব নিয়েছে রেল। শনিবার ১৮ই মার্চ সেই মর্মেই বর্ধমান স্টেশনে নতুন চলমান সিঁড়ি ও ভিডিও ওয়ালের শুভ উদ্বোধন করা হলো। ফিতে কেটে চলমান সিঁড়ি এবং রিমোটের মাধ্যমে ভিডিও ওয়ালের শুভ উদ্বোধন করেন, বর্ধমান- দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ এস এস আলুওয়ালিয়া। বক্তব্য রাখতে গিয়ে সাংসদ এস এস আলুওয়ালিয়া বলেন, বর্ধমান স্টেশনে নতুন চলমান সিঁড়ি এবং ভিডিও ওয়ালের উদ্বোধনী অনুষ্ঠানে আমাকে ডাকা হয়েছে।
যেটা শনিবার উদ্বোধনের মধ্যে দিয়ে বর্ধমানের জনগণকে সমর্পিত করা হবে। প্রতিনিয়ত মানুষের বিভিন্ন রকম দাবি দাওয়া আসছে আমরা সেগুলো শুনি এবং যথাসাধ্য সেগুলো পূরণ করার চেষ্টা করি। বর্ধমানের স্টেশন এক ঐতিহাসিক স্টেশন স্বাধীনতা সংগ্রামীরা হয়তো এই স্টেশনে এসেছেন একটা আলাদা রকম মাহাত্ম্য রয়েছে। আমার ৩৭ বছরে রাজনৈতিক জীবনে আমি কখনোই এমনটা করিনি যেখানে আমি যদি সাংসদ থাকি তাহলে স্থানীয় বিধায়ককে আমি জানাবো না। যখন উদ্বোধনী অনুষ্ঠানে আমাকে আসার জন্য আমন্ত্রিত করা হলো তখন আমি বললাম যে স্থানীয় বিধায়কদের জানান। কারণ মানুষের স্বার্থে তৈরি তাই জনপ্রতিনিধিতে থাকা আবশ্যিক।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post