নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান :- সমগ্র পশ্চিমবঙ্গ ব্যাপী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির “রাস্তাশ্রী” ও পথশ্রী প্রকল্পের শুভ উদ্বোধন হয় মঙ্গলবার ২৮শে মার্চ। ২২ টি জেলায় রাস্তার শুভ উদ্বোধন করা হয় মঙ্গলবার। নতুন রাস্তা নির্মাণ এবং পুরনো রাস্তা সংস্কারের রূপরেখা তৈরি হয়েছে ইতিমধ্যে। এই প্রকল্পের মাধ্যমে ৮৭৬৭ টি নতুন রাস্তা নির্মাণ এবং পুরনো রাস্তা সংস্করণ করা হচ্ছে ,৩৬৮৫ কোটি টাকা ব্যয়ে। এই প্রকল্পের আওতায় মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার মেমারি দু’নম্বর ব্লকের বিভিন্ন জায়গায় নতুন রাস্তা নির্মাণ এবং পুরোনো রাস্তার সংস্করণ-এর শুভ উদ্বোধন হয় । বড় পলাশন, বিজুর ,শীধরপুর, সাতগেছিয়া, বোহার বিভিন্ন এলাকায় নতুন রাস্তার উদ্বোধন হয়।
উপস্থিত ছিলেন, পূর্ব বর্ধমান জেলার ডিএমডিসি মাননীয়া পূরবী চট্টোপাধ্যায়, মেমারি দু’নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকার ডক্টর সৈকত মাঝি, মেমারি-২ পঞ্চায়েত সমিতির সভাপতি মামনি মুর্ম, সহ-সভাপতি অমর সাহা, মেমারি-২ পঞ্চায়েত সমিতির সমস্ত কর্মাধ্যক্ষ/কর্মাধ্যক্ষাগণ, প্রধান ও উপপ্রধান ও সদস্য, সদস্যাগণ ও এলাকার নাগরিকগণ।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post