সুরশ্রী রায় চৌধুরী : ‘ফ্রেন্ডশিপ পাইপলাইন’ এর সূচনা করলো ভারত-বাংলাদেশ। আজ ভারত ও বাংলাদেশের মধ্যে পাইপলাইন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বিকালে এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এই প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। এটি দুই প্রতিবেশী দেশের মধ্যে প্রথম পাইপলাইন প্রকল্প।
এই পাইপলাইনের মধ্যে দিয়ে ভারতের অসম থেকে বাংলাদেশের ১৬ জেলায় পৌঁছে যাবে ডিজেল। এর ফলে দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃড় হবে। ওই প্রকল্পে বাংলাদেশের দিকে লাইন পাততে খরচ হয়েছে ২৮৫ কোটি টাকা। গোটা প্রকল্পের খরচ ৩৭৭ কোটি। ভার্চুয়ালি ওই উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী বলেন, ২০১৮ সালে ওই পাইপলাইন পাতার কাজ শুরু হয়। প্রতি বছর ১০ লক্ষ মেট্রিক টন হাই স্পিড ডিজেল পরিবহণে সক্ষম এই পাইপলাইন।
২০১৮ সালে ভারত সফরে এসেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় দু দেশের মধ্যে একাধিক যৌথ প্রকল্প নিয়ে আলোচনা হয়েছিল। তখনই এই পাইপলাইন প্রকল্পের চুক্তি সাক্ষরিত হয় দুদেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে। এবার ‘ফ্রেন্ডশিপ পাইপলাইন’ এর মাধ্যমে দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হলো।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post