সুরশ্রী রায় চৌধুরী: ৩ মে বুধবার সারা বিশ্বজুড়ে সংবাদমাধ্যম স্বাধীনতা দিবস পালিত হলো। আন্তর্জাতিক সংগঠন ‘রিপোর্টার্স উইদাউট বর্ডার্স’-এর তরফে প্রকাশিত ২০২৩ সালের রিপোর্ট ও সূচক অনুযায়ী, ১৮০টি দেশের মধ্যে ১৬১তম স্থানে রয়েছে ভারত। স্বাধীন ভারতের ইতিহাসে যা সর্বনিম্ন। ২০২২ সালে এই তালিকায় ১৫০ তম স্থানে ছিল ভারত। ২০২১ সালের সূচকে স্থান হয়েছিল ১৪২তম স্থান। সংবাদমাধ্যম ও সাংবাদিকদের স্বাধীনতার আন্তর্জাতিক সূচকে ২০২৩ এ পাকিস্তানও ভারতের আগে। ২০২২ সালে পাকিস্তান এই তালিকায় ১৫৭ নম্বরে থাকলেও তারা ৭ ধাপ উঠে এসেছে। ভারত নেমেছে ১১ ধাপ। এই তালিকায় নেপাল ৯৫ ও শ্রীলঙ্কা ১৩৫ স্থানে রয়েছে। তবে মায়ানমার ৩ ধাপ নেমে তালিকার আরও তলানিতে নেমে পৌঁছেছে ১৭৩-এ। বাংলাদেশ রয়েছে ১৬৩-তে। নরওয়ে, আয়ারল্যান্ড ও ডেনমার্ক তালিকার একেবারে শীর্ষে রয়েছে। আর সবচেয়ে নিচে রয়েছে ভিয়েতনাম, চিন ও উত্তর কোরিয়া।
বুধবার বিশ্ব সংবাদমাধ্যম স্বাধীনতা দিবসে (World Press Freedom Day) ভারতের এই সূচক উদ্বেকজনক। রিপোর্টের তথ্য অনুযায়ী ভারতীয় আইন তত্ত্বগত ভাবে সাংবাদিকদের রক্ষা করার পক্ষে। কিন্তু মানহানি, আদালত অবমাননা ও জাতীয় সুরক্ষার ক্ষতি করার অভিযোগ সংক্রান্ত আইনগুলির অপব্যবহার করা হচ্ছে সাংবাদিকদের বিরুদ্ধে। সরকারের সমালোচনা করলে সাংবাদিকদের নানা মামলায় ফাঁসানোও হচ্ছে। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। জেলবন্দি হয়েছেন ১০ জন সাংবাদিক। সব মিলিয়ে মিডিয়ার ক্ষেত্রে ‘অত্যন্ত ভয়ংকর’ দেশ ভারত।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post