সুরশ্রী রায় চৌধুরী : দোলের দিন বাতিল থাকছে হাওড়া এবং শিয়ালদহ শাখায় একগুচ্ছ লোকাল ট্রেন। পাশাপাশি, শহরতলির বিভিন্ন শাখাতেও বেশ কয়েকটি লোকাল ট্রেনের পরিষেবা বন্ধ থাকবে। অন্যদিকে দোলযাত্রা এবং হোলি উপলক্ষে মঙ্গল ও বুধবার মেট্রোর সময়সূচিতে বড়সড় পরিবর্তন করা হয়েছে। অন্যান্য দিনের তুলনায় ওই দু’দিন মেট্রোও চলবে সংখ্যায় কম। শহরে গ্রিন এবং ব্লু, এই দুই রুটেই প্রথম মেট্রোর যাত্রা দেরিতে শুরু হবে।
দোলযাত্রা উপলক্ষে ৭ মার্চ, মঙ্গলবার হাওড়া শাখায় রবিবারের সময়সূচি অনুযায়ী লোকাল ট্রেন চলবে বলে রেল সূত্রে খবর। পাশাপাশি, ওই দিন শিয়ালদহ শাখায় সকাল থেকে লোকাল ট্রেনের যাত্রীসংখ্যা তুলনামূলক ভাবে কম থাকবে বলে মনে করছেন রেলকর্তারা। সে কারণে মোট ২৩৩টি লোকাল বাতিল করা হয়েছে। ২৩৩টির মধ্যে শিয়ালদহ মেন লাইনের ১০৫টি ট্রেনও রয়েছে। বনগাঁ, হাসনাবাদ এবং ডানকুনি লাইনে রয়েছে যথাক্রমে ৩৩, ১৭ ও ১৬টি ট্রেন। শিয়ালদহ দক্ষিণ শাখায় ৬২টি লোকালের পরিষেবা বন্ধ রাখা হয়েছে। মঙ্গল ও বুধবার দক্ষিণেশ্বর-কবি সুভাষ (ব্লু লাইন) রুটে দিনভর আপ-ডাউন মিলিয়ে ২৮৮টির বদলে ৬০টি ট্রেন চলবে। ৩০টি আপ এবং ৩০টি ডাউন ট্রেন রয়েছে। এ ছাড়া, ৬০টির মধ্যে ৫৮টি (আপ ও ডাউন লাইনে ২৯টি করে) ট্রেন কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাতায়াত করবে। মঙ্গলবার এই রুটে প্রথম মেট্রো ছাড়বে দুপুর আড়াইটে থেকে।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, মঙ্গলবার কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের প্রথম ট্রেনটি সকাল ৬টা ৫০ মিনিটের পরিবর্তে দুপুর আড়াইটেয় ছাড়বে। দমদম থেকে কবি সুভাষগামী প্রথম ট্রেনটিও ওই একই সময় স্টেশনে আসবে। অন্য দিকে, দমদম থেকে দক্ষিণেশ্বরের প্রথম ট্রেনও সকাল ৬টা ৫৫ মিনিটের বদলে আড়াইটের সময় যাত্রা শুরু করবে। এ ছাড়া, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী প্রথম ট্রেনটি সকাল ৭টায় নয়, স্টেশনে ঢুকবে দুপুর আড়াইটেয়। যদিও এই রুটে শেষ ট্রেন ছাড়ার সময় অপরিবর্তিত থাকছে।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post