দেবশ্রী মুখার্জী : ২ রা জুন, কলকাতায় মুমূর্ষ বা জরুরী অবস্থার রোগীদের ক্ষেত্রে হাসপাতালে পোছানোর আগেই পথে অ্যাম্বুলেন্সে প্রাথমিক চিকিৎসা বা জরুরি পরিষেবা দেবার জন্যে অ্যাপোলো মালটিস্পেশালিটি হসপিটাল এই প্রথম ৫ জি কানেকটেড অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করলো । বাইপাসের কাছে এক হোটেলে এক সাংবাদিক সম্মেলনে অ্যাপোলো হসপিটাল এর প্রেসিডেন্ট ডাক্তার কে হরি প্রসাদ জানালেন এই ৫ জি কানেকটেড অ্যাম্বুলেন্স পরিষেবা ভারতে প্রথম চালু হলো। পুরোপুরি বিনামূল্যে যে কোনো ব্যক্তি এই পরিষেবা পাবে শুধুমাত্র অ্যাপোলো হসপিটালে ভর্ত্তির জন্যে। এর জন্য আলাদা ভাবে কোনো টাকা অ্যাপোলো কে দিতে হবে না। চিকিৎসার জন্যে যা খরচ সেটাই দিতে হবে।
এখানে অত্যাধুনিক সব চিকিৎসা গাড়িতে থাকবে। রোগীকে অ্যাম্বুলেন্স এ নিয়ে যাবার পথে অন লাইন চিকিৎসা পরিষেবা শুরু হয়ে যাবে, গাড়িতে ডাক্তার ও নার্স থাকবে। অ্যাপোলো হসপিটালে নিয়ে যাওয়া পর্যন্ত তারাই চিকিৎসা পরিষেবা দেবে ৷ ডায়াল ১০৬৬ ( ২৪ x ৭) এই পরিষেবা চালু থাকবে। ৪জি ও ৫ জি সব মোবাইল কাজ করবে এই অত্যাধুনিক অ্যাম্বুলেন্স।কলকাতায় ও তার আশপাশের জেলায় এই পরিষেবা দেওয়া হবে সব দিন এবং সব সময়। সাংবাদিক সন্মেলনে উপস্থিত ছিলেন অ্যাপোলোর ইস্টার্ন রিজিয়ন এর প্রধান সি ই ও রানা দাশগুপ্ত, সিনিয়র মেডিসিন ডাক্তার অরিজিৎ বোস ও কলকাতা অ্যাপোলোর ডিরেক্টর অফ মেডিসিন সার্ভিসএর প্রধান ডাক্তার সুরিন্দর ভাটিয়া।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post