তনুময় দেবনাথ: করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় রাজ্য সরকার সব দপ্তরে ১০০ শতাংশ কর্মীর হাজিরা বাধ্যতামূলক করেছে। গতকাল অর্থ দফতর থেকে জারি করা এক নির্দেশিকায় রাজ্যের সব সরকারি এবং আধা সরকারি অফিসে কর্মরত সব কর্মীকে স্বাস্থ্য সুরক্ষায় সব ধরনের স্বাস্থ্য বিধি মেনে নির্দিষ্ট সময়ে অফিসে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে।
আরো পড়ুন SRL WoW ২০২২ ক্যালেন্ডারের অন্যতম দুই অভিনেত্রীর সাক্ষাৎকার
করোনা পরিস্থিতিতে নির্দিষ্ট সংখ্যক কর্মচারী হাজির হচ্ছিলেন অফিসে সরকারের নির্দেশিকা অনুযায়ী। কিন্তু এবার পরিস্থিতি স্বাভাবিক হয়ে গিয়েছে। রাজ্যে শিথিল হয়ে গিয়েছে করোনার সমস্ত রকম বিধি-নিষেধ। তাই রাজ্য সরকারের অর্থ দপ্তরের তরফ থেকে একটি নতুন নির্দেশিকায় বলা হয়েছে, কোভিড পরিস্থিতি যেহেতু নিয়ন্ত্রণে চলে এসেছে, পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক, তাই এখন থেকে সরকারের বিভিন্ন দপ্তরের কর্মীদের নিয়মিত উপস্থিতি দিতে হবে। অর্থাৎ এবার আর নিয়মিত হাজিরা দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা-নিষেধ রইল না। আপাতত সরকারি অফিসে আগের মতই হাজিরা হবার ফলে কাজের গতি আসবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post