রাজকুমার দাস: কোভিড পরবর্তী বাংলায় ঐক্য, সংহতি স্বাস্থ্য ফিরিয়ে আনার কাজে সহযোগিতা করে চলেছে apni Roti ইন্টিগ্রিটি রান। গত দু বছরে একাধিক প্রতিকূলতার মুখোমুখি হয়েও নিজেদের কাজ করে চলেছে লক্ষ্যমাত্রায় পৌঁছেছে এবং সাফল্যও অর্জন করেছে। আগামী ৩০ জানুয়ারি সকাল ৫.৩০ মিনিটে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে ৭ থেকে ১০ হাজার মানুষ রাস্তায় নামবে স্বাস্থ্য এবং খুশির বোধ ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে।
আরো পড়ুন দৃষ্টিহীনদের হাতে সপ্তাহের খাদ্যসামগ্রী প্রদান কাঁকিনাড়ার পথের দিশা’র
আগামি ৩০ জানুয়ারি রবিবার, সকাল ৬.৩০ মিনিটে apni Roti (শিম বালাজিস্টের একটি উদ্যোগ) selvel এবং amuzi ভোয়ার সার্কেল মিডিয়া প্রাইভেট লিমিটেডের একটি উদ্যোগের সহযোগিতায় এই ঐতিহাসিক দৌড়ের আয়োজন করেছে।
বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে একথা ঘোষণা করা হয়।উপস্থিত ছিলেন সম্বরণ ভট্টাচার্য, সহ অন্যান্য অতিথিরা।
আরো পড়ুন ফের কলকাতার মেয়র ফিরহাদ হাকিম
কলকাতার তিনটি সংস্থা এই কাজে হাত মিলিয়ে কলকাতায় সেরা রানারদের যুক্ত করেছে এই উদ্দ্যোগের সঙ্গে। এটা আমাদের উদ্যোক্তাদের কাছে বিরাট সম্মানের। তিনটি বিভাগে পৌঁড় হবে। ২ কিলোমিটার-ইউনিটি রান ৪ কিলোমিটার ইন্টিগ্রিটি রান ১০ কিলোমিটার স্বাস্থ্য (এবং খুশির) রান হবে। থাকছে আর্থিক রাশি পুরস্কার।
Discussion about this post