নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- আগরপাড়া নর্থ স্টেশন রোডে পানিহাটি পুরসভার জনপ্ৰিয় তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত খুনের ঘটনায় তথ্য সংগ্রহে জোর দিচ্ছেন তদন্তকারীরা। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি নর্থ জোন শ্রীহরি পান্ডের নেতৃত্বে গোয়েন্দা বিভাগের অধিকারিকরা রবিবার ফের ঘটনাস্থলে আসেন। ঘটনার দিন অর্থাৎ ১৩ মার্চ সন্ধেতে আগরপাড়া নর্থ স্টেশন রোডের ‘ ভেট কেয়ার’ নামক কুকুরের ওষুধের দোকানের সামনে খুন হয়েছিলেন তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত। তদন্তকারীরা এদিন ওই দোকানের মালিক ও কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করেন। সঙ্গে কথা বলেন।
আরো পড়ুন Filmfare Awards Bangla 2021: ফিল্মফেয়ারে কোন তারকা পুরস্কার নিয়ে এলো দেখুন ছবি
পাশাপাশি স্কুটি চালক মিঠুন ব্যানার্জিকেও জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, মিঠুনের স্কুটিতে বসতেই পিছন দিক থেকে অমিত পন্ডিত এসে মাথার পিছনে গুলি করে। প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি ঘটনাস্থল ও তার পাশ্ববর্তী এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এদিন নিহত তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তের স্ত্রী মিনাক্ষী দেবীর সঙ্গেও কথা বলেন তদন্তকারীরা। যদিও ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি নর্থ জোন শ্রীহরি পান্ডে জানান, এই মুহূর্তে কিছুই বলা যাবে না। প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ধৃত দুজন ছাড়া ঘটনায় আরও কেউ জড়িত কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।
Discussion about this post