নিজস্ব প্রতিবেদন: রাহুল ত্রিপাঠীর দুরন্ত ৮১ রানের ইনিংস। আর বল হাতে ডেথ ওভারে দ্রে রাসের জাদু। ব্যাট হাতে ঝড় তুলতে না পারলেও বল হাতে দুরন্ত আন্দ্রে রাসেল। মাঠে কিং খানের উপস্থিতি ফের লাকি চার্ম হয়ে ফিরল নাইট শিবিরে। চেন্নাইকে ১০ রানে হারিয়ে আইপিএলে জয়ে ফিরল কেকেআর।
১৬৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ফর্মে থাকা দু প্লেসিকে তুলে নিয়ে নাইট শিবিরে আশা জাগিয়ে তোলেন শিবম মাভি। এরপর ওয়াটসন-রায়াডু জুটি চেন্নাইকে টেনে তোলে। রায়াডু ৩০ আর ওয়াটসন ৫০ রান করেন। চেন্নাই অধিনায়ক ধোনি চার নম্বরে ব্যাটিং করতে আসেন এদিন। করলেন মাত্র ১১ রান। স্যাম কুরান করলেন ১১ বলে ১৭ রান। আর শেষ দিকে ৮ বলে ২১ রান করলেও চেন্নাইকে জেতাতে পারলেন না রবীন্দ্র জাদেজা। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৭ রান তোলে সিএসকে। কেকেআরের হয়ে একটি করে উইকেট নেন মাভি, বরুন, নাগরকোটি,নারিন এবং রাসেল।
That’s that from Match 21. @KKRiders win by 10 runs against #CSK.#Dream11IPL pic.twitter.com/wji9rmsowC
— IndianPremierLeague (@IPL) October 7, 2020
অগ্নিপরীক্ষার ম্যাচে আবু ধাবিতে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিক। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে শেষ ম্যাচে খেলা প্রথম একাদশই এদিন অপরিবর্তিত রাখে কেকেআর। কিন্তু স্ট্র্যাটেজিতে বদল। প্রথম চার ম্যাচে শুভমান গিলের সঙ্গে ওপেনিংয়ে ব্যর্থ সুনীল নারিনের পরিবর্তে চেন্নাইয়ের বিরুদ্ধে রাহুল ত্রিপাঠীকে দিয়ে ওপেনিং করানোর সিদ্ধান্ত নেয় নাইট ম্যানেজমেন্ট। আর সেটাই কাজে লেগে গেল। ব্যাটে ঝড় তুললেন রাহুল ত্রিপাঠী। ৫১ বলে ৮১ রান করলেন তিনি। ৮টি চার আর ৩টি ছয়ে সাজানো রাহুলের ইনিংস।
শুভমান গিল (১১), নীতিশ রানা (৯), রান করেন। ব্যাটিং অর্ডার পরিবর্তন করে চার নম্বরে নেমে সুনীল নারিন ৯ বলে ১৭ রান করেন। ব্যর্থ মরগ্যান (৭) আন্দ্রে রাসেলও (২)। সাত নম্বরে নেমে অধিনায়ক দীনেশ কার্তিক করলেন ১২ রান। ১৭ রানে অপরাজিত থাকেন প্যাট কামিন্স। শেষ পর্যন্ত ১৬৭ রান তোলে কেকেআর। চেন্নাইয়ের হয়ে ৩টি উইকেট নেন ডোয়াইন ব্র্যাভো। শার্দুল ঠাকুর, স্যাম কুরান, করণ শর্মা প্রত্যেকেই ২টি করে উইকেট নেন।
আরও পড়ুন – ধর্ষণের বিরুদ্ধে গর্জে উঠলেন শাকিব-মুশফিকুর-মাশরফিরা

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post