নিজস্ব প্রতিবেদন: আজ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জিততে পারলেই পয়েন্ট টেবিলে প্রথম চারে জায়গা ধরে রাখতে পারবে কলকাতা নাইট রাইডার্স। একইসঙ্গে কিছুটা হলেও চাপ মুক্ত হবেন অধিনায়ক দীনেশ কার্তিক। কারণ আজ হারলেই কেকেআরের নেতৃত্ব হারাতে পারেন তিনি। সেক্ষেত্রে নাইটদের নতুন নেতা হতে পারেন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগ্যান।
একে তো ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ। চার ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে মাত্র ৩৭ রান। তার ওপর অধিনায়ক দীনেশ কার্তিকের বেশ কয়েকটি ভুল সিদ্ধান্তে আইপিএলে কেকেআর-কে ডুবতে হয়েছে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। সিএসকে-র বিরুদ্ধে কেকেআরের ম্যাচ নেতা কার্তিকের কাছে আজ অগ্নিপরীক্ষা বলা চলে। ২০১৯ সালের আইপিএলে ১৪ টি ম্যাচের মধ্যে মাত্র ৬টিতে জিতেছিল কেকেআর। এবার প্রথম চার ম্যাচের মধ্যে মাত্র দুটিতে জিতেছে, আর দুটিতে হেরেছে নাইট রাইডার্স।
#KKR and #CSK will be targeting their third win in #Dream11IPL 2020 as they square off at the Sheikh Zayed Stadium in Abu Dhabi.
Preview by @ameyatilak https://t.co/5H63S9CWg0 #KKRvCSK pic.twitter.com/s0R5j2zs2m
— IndianPremierLeague (@IPL) October 7, 2020
টানা তিন ম্যাচে হারার পর কিংস ইলেভেন পঞ্জাবকে ১০ উইকেটে হারিয়ে ছন্দে ফিরেছে সিএসকে। অন্যদিকে টানা দুটো ম্যাচে জেতার পর দিল্লির কাছে আগের ম্যাচ হেরেছে কেকেআর। জয়ে ফেরাই লক্ষ্য কেকেআরের অন্যদিকে জয়ের ধারাবাহিকতা ধরে রাখা লক্ষ্যে সিএসকে।
পঞ্জাবের বিরুদ্ধে ফর্মে ফিরেছেন শেন ওয়াটসন। ছন্দে রয়েছেন ফাফ দু প্লেসি। মিডল অর্ডারে ধারাবাহিকতার অভাব। স্যাম কুরান, জাদেজা বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও ধোনির বড় ভরসা। দীপক চাহার-শার্দুল ঠাকুররা বোলিংয়ে ধারাবাহিকতা দেখাচ্ছেন। তেমনই প্রাক্তন কেকেআর স্পিনার পীযুষ চাওলা নাইটদের বিরুদ্ধে ধোনির তুরুপের তাস হতে পারেন।
অন্যদিকে কেকেআরের শুভমান গিল, নীতিশ রানা, ইয়ন মরগ্য়ানরা রানের মধ্যে রয়েছেন। ব্যাট হাতে ব্যর্থ সুনীল নারিন এবং আন্দ্রে রাসেল। বোলিংয়ে ধারাবাহিক নন প্যাট কামিন্স। শিবম মাভি-বরুণ চক্রবর্তীরা অবশ্য বল হাতে ভরসা দিতে পারেন কার্তিককে। চেন্নাইয়ের বিরুদ্ধে অবশ্য দল হিসেবে অলআউট ঝাঁপাতে হবে। তেমনই প্রথম একাদশে দু একটা বদল হতে পারে নাইট শিবিরে। তেমনই বদল হতে পারে ব্যাটিং অর্ডারেও। এই ম্যাচে অধিনায়ক কার্তিকের বড় পরীক্ষা।
আরও পড়ুন- রাহুল,ঋষভ না সঞ্জু -ধোনির উত্তরসূরি বেছে দিলেন নেহেরা-বাঙ্গাররা

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post