নিজস্ব প্রতিবেদন: ইসলাম সম্প্রদায়ের কাছে অত্যন্ত পবিত্র রমজান মাস (Ramadan 2021)। গোটা বিশ্বের মুসলিমরা এই এক মাস সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস বা রোজা রাখেন। ইন্ডিয়ান প্রিমিয়র লিগে সানরাইজার্স হায়দরাবাদ (SRH) টিমে রয়েছেন একাধিক মুসলিম ক্রিকেটার৷
আফগানিস্তানের রশিদ খান (Rashid Khan), বাংলাদেশের মুজিবুর রহমান (Mujeeb ur Rahaman) ও ভারতের খলিল আহমেদ (Khaleel Ahmed)৷ রমজান উপলক্ষ্যে সকলেই রোজা পালন করছেন৷ সতীর্থদের জন্য এবার উপবাস করছেন কেন উইলিয়ামসন (Kane Williamson) ও ডেভিড ওয়ার্নাররাও (David Warner)৷
আরও পড়ুন: IPL 2021: সুস্থ আছেন Muralitharan, সোমবারই ছাড়া হাসপাতাল থেকে
এমন এক বেনজির ঘটনায় মোহিত রশিদ৷ তিনি নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন ওয়ার্নার-উইলিয়ামসনের সঙ্গে, সেখানে আফগান স্টার লিখেছেন, “দুই কিংবদন্তি আজ আমাদের সঙ্গে উপবাস রেখেছে৷” রশিদ ওয়ার্নার-উইলিয়ামসনেকে উপবাস রাখার অভিজ্ঞতা ভাগ করে নিতে বলেন৷ ওয়ার্নার সেখানে বলেন, “ভাল অভিজ্ঞতা৷ কিন্তু আমি খুবই ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত৷ আমার গলা শুকিয়ে এসেছে৷”
Kane Williamson and David Warner was doing fasting together with different #SRH gamers likes of Rashid, Nabi, Mujeeb, Khaleel – This is so so lovely. pic.twitter.com/HMF9JAqfaJ
(@CricCrazyJohns) April 18, 2021
IPL is actually one of the best factor occurred to cricket pic.twitter.com/jkP4cAUbF7
(@AkhtarNotShoaib) April 19, 2021
অরেঞ্জ আর্মি এখনও পর্যন্ত আইপিএলে নিজেদের খাতা খুলতে পারেনি৷ টানা তিন ম্যাচ হেরে লিগ তালিকায় সবার শেষে হায়দরাবাদ৷ তবে ওয়ার্নার-উইলিয়ামসনের এই ঘটনা ক্রিকেটের বাইরে গিয়েও সকলের মন জয় করে নিয়েছে৷

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post