নিজস্ব প্রতিবেদন: স্কোরবোর্ড বলছে চলতি আইপিএলের (IPL 2021) প্রথম ম্যাচে পঞ্জাব কিংস হারিয়েছে রাজস্থান রয়্যালসকে। অধিনায়ক সঞ্জু স্যামসনের (Sanju Samson) অসাধারণ অপরাজিত সেঞ্চুরিতেও (৬৩ বলে ১১৯) শেষ রক্ষা হয়নি রাজস্থানের। চার রানের জন্যই হারতে হয়েছে তাঁদের। তবে সঞ্জু নয়, তাঁর টিমের তরুণ বোলার চেতন সাকারিয়া এখন আলোচনায়। আইপিএল অভিষেকেই জাত চিনিয়েছেন সৌরাষ্ট্রের বাঁ-হাতি জোরে বোলার।
৪ ওভার বল করে ৩১ রান দিয়ে চেতন তুলে নেন ৩ উইকেট। তবে চেতনের জীবনের গল্পটা শুনলে অনেকেরই হয়তো চোখে জল চলে আসবে। আর সেই করুণ গল্প শোনালেন দেশের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেহওয়াগ (Virender Sehwag)। ট্যুইট করেই চেতনের মায়ের কথোপকথন তুলে ধরেন বীরু। সামনে আসে অজানা কাহিনী।
Chetan Sakariya’s brother died of suicide few months in the past,his dad and mom did not inform him for 10 days as he was taking part in the SMA trophy. What cricket means to those younger males,their households .IPL is a real measure of the Indian dream & some tales of extraordinary grit Great prospect pic.twitter.com/r0mISy9Asv
— Virender Sehwag (@virendersehwag) April 12, 2021
বীরু ট্যুইটারে লিখেছেন, “কয়েক মাস আগেই চেতন সাকারিয়ার ভাই আত্মহত্যা করে। অথচ বাবা-মা ১০ দিন তাকে সেই খবর দেয়নি। যেহেতু ও সৈয়দ মুস্তাক আলি ট্রফি খেলছিল। এই তরুণ ছেলেটা আর ওর পরিবারের কাছে ক্রিকেটের মানেটাই আলাদা। সত্যিই আইপিএল ভারতীয়দের কাছে স্বপ্ন। কারোর কাছে অসাধারণ দৃঢ়তার গল্প। চেতন অসাধারণ সম্ভাবনাময় একজন।”
এই কিছুদিন আগেও চেতন ও তাঁর পরিবারের ওপর দিয়ে ভয়ঙ্কর ঝড় বয়ে গিয়েছে। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে দুরন্ত ফর্মে ছিলেন চেতন। আর তখনই তাঁর ভাই আত্মহননের পথ বেছে নিয়েছিলেন। কারণ যদিও অজ্ঞাত। চেতনের মা বুকে পাথর চাপা দিয়েই ছোট ভাইয়ের প্রয়াণের খবর জানাননি বড় ভাইকে। আকস্মিক এই খবর পেলে চেতনের টুর্নামেন্ট থেকে ফোকাস সরে যাবে। তা বুঝতে পেরেছিলেন চেতনের মা। তাই ১০ দিন খবর গোপন রেখেছিলেন। ছোট ভাইয়ের মৃত্যুর খবর পাওয়ার পর চেতন খাওয়া দাওয়া পর্যন্ত বন্ধ করে দেন।
চেতনের বাবা লরি চালাতেন। কিন্তু তিনবার দুর্ঘটনার পর এখন তিনি শয্য়াসায়ী। একটা সময় চেতন তাঁর মামার মুদির দোকানে কাজ করতেন সংসার চালানোর জন্য। পাঁচ বছর আগেও চেতনের ঘরে ছিল না কোনও টিভি। আইপিএলের ডাক চেতনের জীবনে আশীর্বাদ হয়ে নেমে আসে। এবার নিলামে রাজস্থান রয়্যালস তাঁকে ১ কোটি ২০ লাখ টাকায় নিয়েছে দলে। এবার চেতনের অন্ধকার জীবন পাবে আলোর দিশা।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post