নিউজ ডেস্ক: আইপিএলের প্লে-অফের দু’টি ম্যাচ হতে চলেছে ইডেন গার্ডেন্সে। সরকারিভাবে সূচি ঘোষণা করে দিল বোর্ড। বোর্ডের তরফে ঘোষিত সূচি অনুযায়ী মেগা টুর্নামেন্টের এলিমিনেটর এবং একটি কোয়ালিফায়ার ম্যাচ খেলা হবে ক্রিকেটের নন্দনকাননে। ম্যাচগুলি হবে ১০০ শতাংশ দর্শকের উপস্থিতিতেই।করোনা পরিস্থিতিতে জৈব বলয়ের ঝক্কি এড়াতে এবছরের আইপিএলের গোটা গ্রুপ পর্ব মহারাষ্ট্রেই করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।
মুম্বইয়ের তিন স্টেডিয়াম ব্র্যাবোর্ন, ডিওয়াই পাটিল এবং ওয়াংখেড়ের পাশাপাশি পুণেতেও আইপিএলের কয়েকটি ম্যাচ হচ্ছে। আসলে দেশের বিভিন্ন প্রান্তে খেলা হলে ক্রিকেটারদের প্রচুর যাতায়াত করতে হয়। তাতে জৈব বলয় ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই একটা রাজ্যেই গ্রুপ পর্বের সব ম্যাচ করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।গ্রুপ পর্ব মিটতেই শুরু হবে আইপিএলের কলকাতা পর্ব। বোর্ডের ঘোষিত সূচি অনুযায়ী, ২৪ মে প্রথম কোয়ালিফায়ার ইডেনে। তাতে খেলবে পয়েন্ট টেবিলের এক ও দু’নম্বরে থাকা দল দুটি।
তার পরদিন অর্থাৎ ২৫ মে ইডেনেই খেলা হবে এলিমিনেটর। যাতে খেলবে পয়েন্ট টেবিলের তৃতীয় ও চতুর্থ দল। কলকাতা পর্ব মিটতেই শুরু আহমেদাবাদ পর্ব। ২৭ মে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এলিমিনেটরে জয়ী দল মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দলের বিরুদ্ধে। সেই ম্যাচে জয়ী দল ২৯ মে ফাইনাল খেলবে প্রথম কোয়ালিফায়ারে জয়ী দলের বিরুদ্ধে। এই ম্যাচটিও হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই । সবক’টি ম্যাচেই ১০০ শতাংশ দর্শক মাঠে প্রবেশ করতে পারবেন।
Discussion about this post