সুরশ্রী রায় চৌধুরী: আইএসসি (ISC ) (দ্বাদশ) সর্বভারতীয় পরীক্ষার ফল প্রকাশিত হল। আইএসসি পরীক্ষায় সারা দেশে প্রথম হয়েছেন পাঁচ জন। তাদের মধ্যে এ রাজ্য থেকে রয়েছেন দু’জন। আইএসসি দ্বাদশের পরীক্ষায় হাওড়ার শিবপুরের বাসিন্দা, হাওড়া লিলুয়ার এমসিকেভি স্কুলের ছাত্র ছাত্র সিদ্ধার্থ কুমার দুগ্গার অল ইন্ডিয়ায় তৃতীয় স্থান অধিকার(Siddharth Kumar Durga 3rd ISC) করেছে।
তার প্রাপ্ত নম্বর ৯৯.৫ শতাংশ। কমার্স নিয়ে পড়াশোনা করেছে সে। তার বাবা সুনীল কুমার দুগ্গার ব্যবসায়ী এবং মা প্রেম দুগ্গার গৃহবধূ। সিদ্ধার্থ ভবিষ্যতে এমবিএ করতে চায়। তার এই সফলতার জন্য স্কুলের সমস্ত শিক্ষক এবং বাবা-মাকে কৃতিত্ব দিয়েছেন । সিদ্ধার্থ জানায়, প্রতিদিন প্রায় দুই থেকে তিন ঘণ্টা পড়াশোনা করত। পড়াশোনার পাশাপাশি সে ক্রিকেট খেলতে ভালোবাসে। ক্রিকেট খেলার অন্ধ ভক্ত, পড়াশোনার মাঝেই খেলা দেখে।
তার এই সাফল্যে গর্বিত গোটা হাওড়াবাসী।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post