নিজস্ব প্রতিবেদন: ২৭ সেপ্টেম্বর সাত সকালেই লাল-হলুদ সমর্থকদের সুখবর শোনান ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড- এর কর্ণধার নীতা আম্বানি। তিনি ঘোষণা করেন, ইন্ডিয়ান সুপার লিগের একাদশতম দল হিসাবে অন্তর্ভুক্ত হল ইস্টবেঙ্গল। মুখ্যমন্ত্রীর সৌজন্যে ইনভেস্টর জোগাড় হওয়ার ২৫ দিন পর ইস্টবেঙ্গলের আইএসএল খেলায় সরকারি সিলমোহর পড়ে যায়। আর ৯ অক্টোবর শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেশন লিভারপুলের কিংবদন্তি ফুটবলার রবি ফাউলারকে এ মরশুমে কোচ হিসেবে নিযুক্ত করল।
আইএসএলে অন্তর্ভুক্তির পর ইস্টবেঙ্গলের নতুন কোচ হিসেবে লিভারপুলের কিংবদন্তি ফুটবলার রবি ফাউলারের নাম ঘোরাফেরা করছিল। শ্রী সিমেন্টের ম্যানেজিং ডিরেক্টর হরি মোহন বাঙ্গুর ইঙ্গিত দিয়েছিলেন আগেই। শুক্রবার তাতেই সরকারি সিলমোহর পড়ে গেল।
লিভারপুলের হয়ে টানা আট বছরে ২৩৬ ম্যাচে ১২০ কুড়ি গোল করেছেন ফাউলার। ইংল্যান্ডের হয়ে ২৬ টি ম্যাচ খেলেছেন তিনি। গোল করেছেন ৭টি। দুটি ইউরো কাপ এবং ২০০২ সালের বিশ্বকাপ দলে ছিলেন ফাউলার। ২০১১-১২ মরশুম থেকে কোচিং কেরিয়ার শুরু করেন তিনি। প্রথমে থাইল্যান্ডের মুয়াংথং ইউনাইটেডের হয়ে। গতবছর অস্ট্রেলিয়ার এ লিগের দল ব্রিসবেন রোর এফসিতে কোচিং করিয়েছেন ৪৫ বছরের ফাউলার।
আরও পড়ুন – IPL 2020: বিকৃত মানসিকতা! ধোনির ৫ বছরের ছোট্ট মেয়েকেও ধর্ষণের হুমকি

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।