নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান:- পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের বনবিবিতলা উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষিকা, শেফালি মন্ডল বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পাখা প্রদান করেন। বিদ্যালয়ের শিক্ষিকা শেফালি মন্ডল গত ৩১ শে জানুয়ারি ২০২৩ সালে বিদ্যালয়ের কর্মজীবন থেকে অবসর গ্রহণ করেন। তিনি যখন বনবিবিতলা উচ্চ বিদ্যালয়ে যোগদান করেছিলেন, তখন বিদ্যালয়ের এই কলেবর ছিল না। বিদ্যালয়ের ধারাবাহিক উন্নতি, ছাত্র-ছাত্রীর সংখ্যা বৃদ্ধি, পাখার চাহিদাকেও বৃদ্ধি করেছে। তাই শ্রেণিকক্ষে পাঠদান কালে তিনি অনুভব করেছেন পাখার অপ্রতুলতা তাই অবসরকালীন প্রাপ্ত অর্থ থেকে তিনি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে পাখা দান করেন।
পাখা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি, মাননীয় সারুক আহমেদ মল্লিক, সভ্য, শ্রী উৎপল দাস, সেখ রবিয়াল হক, সামসের আলী মল্লিক প্রমুখ। একটি মনোজ্ঞ অনুষ্ঠানে এই পাখা প্রদান কর্মসূচি সংগঠিত হয়। প্রধান শিক্ষক শ্রী শ্যামল কুমার রায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দিদিমণির এই দান কৃতজ্ঞচিত্তে স্বীকার করেন। শেফালি মন্ডল জানান,ছাত্র-ছাত্রীদের এই প্রচন্ড গ্রীষ্মে পাখার তলায় বসে পঠন-পাঠনের আনন্দ তিনি বাড়িতে বসে নিভৃতে অনুভব করবেন এটাই তাঁর ছাত্র-ছাত্রীদের জন্য আশীর্বাদ। এছাড়াও তিনি ছাত্র-ছাত্রীদের জন্য পংক্তিভোজনের ও ব্যবস্থা করেন। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে বিদ্যালয়ের ছাত্র, শ্রী সায়ন মন্ডল ও উসশ্রী দে। কবিতা পাঠ করে আফরিন সুলতানা ও ইয়াসমিন। অনুষ্ঠানের সঞ্চালক শ্রী শিবাজী কার্ফা বিভিন্ন সময় শেফালি মন্ডল মহাশয়ার বিদ্যালয়ের উন্নয়নে কর্মযজ্ঞে অংশগ্রহণের চিত্র তুলে ধরেন। বিদ্যালয়ের বর্তমান সভাপতি তথা প্রাক্তনী শ্রী সারুক আহমেদ শেফালি মন্ডল ম্যাডামের অবদানের কথা নত মস্তকে স্বীকার করেন।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post