নিউজ ডেস্কঃ রাজ্য ব্যাপী নিউজ পোর্টাল সাংবাদিকদের এক ছাতার তলায় এনে তাদের অভাব অভিযোগ প্রশাসনের কাছে তুলে ধরা ও পোর্টাল সাংবাদিকদের যেকোনো অসুবিধায় খবর করে বা একে অপরের পাশে থেকে একত্রিত কণ্ঠস্বর গড়ে তোলার জন্যে ইতিমধ্যেই এই সংগঠনটি পশ্চিমবঙ্গ সরকারের সোসাইটি এক্ট এ রেজিস্ট্রেশন পেয়েছে। সংগঠনটির রেজিস্ট্রেশন নাম্বার -S0032411 of ২০২২-২৩। শুধু তাই নয় বিভিন্ন সামাজিক কার্যকলাপের মাধ্যমে সমাজের সমস্ত স্তরের মানুষের পাশে থাকা ও পোর্টাল সাংবাদিক দের পাশে থাকাই এই সংগঠনের উদ্দেশ্য। তাই এই প্রচন্ড রৌদ্রের তাপে পথ চলতি সাধারণ মানুষদের ও কর্তব্যরত পুলিশ কর্মী ও ছাত্র ছাত্রীদের হাতে গ্লুকোনডিজল, কোল্ড ড্রিঙ্কস, মিষ্টি ও শুকনো খাবার তুলে দেওয়া হলো। এই উপলক্ষে সংগঠনের সম্পাদক শুভজ্যোতি চক্রবর্তী বলেন রাজ্য জুরে পোর্টাল সাংবাদিকেরা যেইভাবে খাটেন সেই অনুযায়ী সম্মান তো দূরের কথা প্রয়োজনে কেও পাশে ও থাকেন না।
তিনি প্রশ্ন তোলেন আমরা কি শুধু ব্যবহারের জন্যে। যদিও মুখ্যমন্ত্রী বার বার পোর্টাল অনলাইন রা ভালো কাজ করছেন বলেছেন তবুও নিউজ করতে গিয়ে পোর্টাল সাংবাদিকদের হেনস্থা স্বীকার যেনো আর না হতে হয় তার জন্যে আমারদের একত্রিত কণ্ঠস্বর গড়ে তুলতে হবে। আর আজকের অনুষ্ঠান নিয়ে তিনি বলেন প্রচন্ড গরমে মানুষের পাশে থাকার এটি একটি প্রচেষ্টা আজ আমরা প্রায় ১২০০ মানুষ কে গ্লুকোজ জল ও কোল্ড ড্রিঙ্কস , এছাড়াও শুকনো খাবার মিষ্টি দিয়ে তাদের তেষ্টা নিবারণের সামান্য প্রচেষ্টা করছি মূলত হুগলী জেলার কলেজ মোর থেকে কর্মসূচি টি শুরু হয় তারপর উত্তরপাড়া টাউন গেট হয়ে হাওড়া জেলার বালি মোর ও হাওড়া ট্রাফিক গার্ড এলাকায় গিয়ে কর্মসূচি টি শেষ হয় ।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুভজ্যোতি চক্রবর্তী (সম্পাদক) বনস্পতি দে (গ্রিভেন্স সেল সভাপতি) সৌমিলি গাঙ্গুলী চক্রবর্তী (সভাপতি ) রাখি সাহা (হুগলী জেলা সম্পাদক) অমল চ্যাটার্জী (যুগ্ম সম্পাদক ) দেবাশীষ পাল (এক্সিকিউটিভ বডি মেম্বার ) অরূপ সাহা (হুগলী জেলার কোষাধক্ষ্য ) সৌরভ আদক (হুগলী জেলার যুগ্ম সম্পাদক ), স্বরূপ দত্ত, ভারত কুমার ঝা।
এই বিষয়ে সংগঠনের হুগলী জেলা সভাপতি গোসাঁই দাস জানান, আমরা এইরকম আরও অনেক কর্মসূচির মাধ্যমে আমরা এইরকম আরও অনেক সামাজিক কাজের মাধ্যমে মানুষের পাশে থাকবো, গ্রিভেন্স সেল সভাপতি বনস্পতি দে বলেন সংগঠনে সকল পোর্টাল সাংবাদিকদের জন্যে আমরা আজ পথ চলতি মানুষ দেয় জন্যে এই কর্মসূচি নিয়েছি। হুগলী জেলা কমিটির সম্পাদিকা রাখি সাহা বলেন আমাদের একত্রিত হতে হবে নিউজ পোর্টাল সাংবাদিকদের গুরুত্ব আজকের দিনে অনেক টাই বেশি সমস্ত কর্পোরেট হাউসেরও একটি করে নিউজ পোর্টাল আছে। আমাদের বার্তা সকল কে এক সাথে সঙ্ঘবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমরা রেজিস্ট্রেশন পাওয়ার এই প্রথম এইরকম একটি কর্মসূচি নিয়েছি যাতে আমরা ব্যাপক সাফল্য পেয়েছি। সংগঠনের যুগ্ম সম্পাদক অমল চ্যাটার্জী জানান পুলিশ যেন সকালে দাঁত মাজতে মাজতে এইটাও মনে রাখেন নিউজ পোর্টাল সাংবাদিকদের ও খবর দিতে হবেন। পথ চলতি মানুষ রাও নিউজ পোর্টাল সাংবাদিক দের এই প্রচেষ্টা কে সাধুবাদ জানান বিশিষ্ট সমাজসেবী তাপস মুখার্জী জানান এই প্রথম কোনো সাংবাদিক সংগঠনের এইরকম উদ্যোগ যা সাংবাদিক মহলে এক দৃষ্টান্ত তৈরি করলো।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post