দেবশ্রী মুখার্জী : ২০২৩ সালের দুর্গাপুজোকে কেন্দ্র করে কলকাতার নামি সাংস্কৃতিক প্রতিষ্ঠান “যাত্রাপথ কালচারাল সোসাইটির” উদ্যোগে প্রকাশিত হলো “মহাপুজোর কলিকাতা” শীর্ষক তথ্যচিত্র, যে তথ্যচিত্রের মধ্যে দিয়ে বাংলা তথা বাঙালির দুর্গাপুজোকে কেন্দ্র করে আবেগ ও পরিকল্পনা এবং দুর্গাপুজোর সাথে জড়িয়ে থাকা নানান ঐতিহ্য, অজানা কাহিনী, পুজোর খাওয়া দাওয়া থেকে গান বাজনা সব কিছুই উঠে এসেছে, শুধু শহর বা শহরতলি নয়, বিদেশেও প্রবাসী বাঙালির কাছে দুর্গাপুজো কতটা আবেগের তার একটি ছবি এই তথ্যচিত্রে ধরা পড়েছে।
যাত্রাপথের কর্ণধার তথা বিশিষ্ট সেতারবাদক শ্রী অভিরূপ ঘোষ জানান, দুর্গাপুজোকে কেন্দ্র করে এধরণের তথ্যচিত্র খুব বিরল এবং আকর্ষণীয়, যেখানে একটি তথ্যচিত্রে দুর্গাপুজো কেন্দ্রিক সমস্ত খুঁটিনাটির বর্ণনা রয়েছে ৷ এই তথ্যচিত্রে দেখা যাবে কিংবদন্তি তবলাবাদক পন্ডিত গোবিন্দ বসু , পন্ডিত তন্ময় বসু, শ্রীকান্ত আচার্য, পন্ডিত অজয় ভট্টাচার্য, নৃত্যশিল্পী অলকানন্দা রায় ভাস্কর সনাতন রুদ্র পাল থেকে শুরু করে আরও অনেক শিল্পীদের ৷ দেখা যাবে পুজো উদ্যোগতা অরিন্দম পাত্র, ডাক্তার অনির্বান সরকার, শুভ্র পাইন ও সুজিৎ গুহর মতো বিশিষ্ট সমাজসেবী মানুষজনকে , তথ্যচিত্রটি নির্মাণ করেছেন সিদ্ধার্থ মন্ডল ৷

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post