নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :– বর্তমানে ডিজিটাল দুনিয়ায় খেলাধুলার প্রতি ঝোঁক কমছে যুবসমাজের। তাই যুব সমাজকে মাঠমুখী করতে নতুন উদ্যোগ নিল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। ভাটপাড়া থানার কাঁকিনাড়া জুটমিল ময়দানে সোমবার উদ্বোধন হল পুরুষ ও মহিলাদের নিয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পরিচালনায় আয়োজিত হল কবাডি প্রতিযোগিতা। উক্ত প্রতিযোগিতার উদ্বোধন করেন পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া, ভাটপাড়ার চেয়ারপার্সন রেবা রাহা ও অর্জুন পুরস্কার প্রাপ্ত কবাডিয়ান রমা সরকার।
তাছাড়া পুলিশ কমিশনারেটের ডিসি নর্থ শ্রীহরি পান্ডে, ডিসি সেন্ট্রাল আশীষ মৌর্য, জগদ্দল এসিপি সুব্রত মন্ডল, জগদ্দল,ভাটপাড়া ও নোয়াপাড়া থানার আইসি যথাক্রমে প্রদীপ কুমার দা, অনুপম মন্ডল ও পার্থ সারথি মজুমদার প্রমুখ। প্রতিযোগিতার উদ্বোধন করে পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া বলেন, যুবসমাজকে মাঠমুখী করতে এবং মাদকমুক্ত সমাজ গড়তেই তাদের এই উদ্যোগ।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post