চেতনায় আজও আছো জেগে!
ধরা দিয়েছো আমার
দুরন্ত মনে,
ভুবন ভরা গানে গানে
মেতে উঠি
জীবনের ছন্দ খুঁজে পাই
প্ৰতি পলে
তুমি আমার ভোরের ফোঁটা রবি
নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান:-: মঙ্গলবার ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্ম দিবস। গোটা দেশজুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম দিবস। পাশাপাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাকে সকাল বেলা থেকেই প্রভাত ফেরি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানানো হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে। সেই মর্মেই পূর্ব বর্ধমান জেলা তথ্য সংস্কৃতি দপ্তর এবং বর্ধমান রবীন্দ্র পরিষদের যৌথ উদ্যোগে বর্ধমান শহরে রবীন্দ্র ভবনের অনুষ্ঠিত হলো কবি প্রণাম।
প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শুরু হয় মঙ্গলবারের এই অনুষ্ঠান। মঙ্গলবার উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক প্রিয়াংকা সিংলা, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার, জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক রাম শঙ্কর মন্ডল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post