নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- এক শ্রেণীর ঠিকাদারদের তান্ডবে বন্ধ হয়ে গেল কাঁকিনাড়ার নফরচাঁদ জুটমিল। কর্মহীন হয়ে পড়লেন কাজ হারালেন স্থায়ী-অস্থায়ী মিলিয়ে দুহাজার জন শ্রমিক। অভিযোগ, গণ্ডগোলের জেরে শনিবার রাতে মিল বন্ধ হয়ে যায়। রবিবার সকালে এক ঘন্টা কাজ চলে। অভিযোগ, একশ্রেণীর ঠিকাদাররা শ্রমিকদের হুমকি দিয়ে গেটের বাইরে করে দিয়েছে। কিন্তু ঠিকা শ্রমিকরা মিলের ভেতরে কাজ চালিয়ে যাচ্ছেন। চলার পর ফের মিলে আচলাবস্থার সৃষ্টি হয়।
ঠিকা শ্রমিকরা ভেতরে কাজ করলেও, স্থায়ী শ্রমিকদের হুমকি দিয়ে বাইরে করে দেওয়া হয় বলে অভিযোগ। এই মিলের পরিস্থিতি নিয়ে শ্রমিক নেতা তথা সাংসদ অর্জুন সিং বলেন, দুষ্কৃতীদের বাদ দিয়ে ওখানে নতুন আর সি এম ইউ ইউনিয়নের কমিটি করা হয়েছে। পুরানো কমিটির অমূল্য, বিনোদ, মিন্টুরা রাতে কাজ বন্ধ করে দেয়। সকালে এক ঘন্টা কাজ চলার পর ফের মিলে কাজ বন্ধ করে দেয়। ঠিকা শ্রমিকদের দিয়ে কাজ করানো হচ্ছে। কিন্তু স্থায়ী শ্রমিকদের কাজ করতে দেওয়া হচ্ছে না। আর প্রশাসনের লোকজন তামাশা দেখছে। সাংসদের অভিযোগ, অমূল্য, মন্টু, পবন এরা ওখানে নিজেরাই ঠিকাদারি করছে। উত্তেজনা থাকায় মিলের গেটে পুলিশ মোতায়ন করা হয়েছে।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post