আমজাদ আলী, মালদা: মালদহের হরিশচন্দ্রপুর ১ নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কনুয়া ভবানীপুর নবোদয় শিশুতীর্থ স্কুলের সুবর্ণ জয়ন্তী উৎসবের শুভ সূচনা হলো আজ।আজ প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক শুভ সূচনা করলেন কনুয়া ভবানীপুর নবোদয় শিশুতীর্থ স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক তথা বিশিষ্ট সমাজসেবী অভিনাস দাস,স্কুলের সভাপতি তথা কনুয়া ভবানীপুর হাই মাদ্রাসা স্কুলের সহকারী শিক্ষক সাহাজাহান আলী ও স্কুলের প্রধান শিক্ষক গৌরমোহন সাহা। ছাত্র-ছাত্রীরা সমবে ভাবে জাতীয় সংগীত পরিবেশন করে। তারপর উদ্বোধনী গান পরিবেশন করা হয়।কনুয়া ভবানীপুর নবোদয় শিশুতীর্থ স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক অবিনাশ দাস বলেন, প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা বিস্তারে কনুয়া ভবানীপুর নবোদয় শিশুতীর্থ উল্লেখযোগ্য ভূমিকা পালন করে চলেছে। এই স্কুলের ২৫ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।
কনুয়া ভবানীপুর নবোদয় শিশুতীর্থ স্কুলের প্রধান শিক্ষক গৌরমোহন সাহা বলেন, আজকে স্কুলের সুবর্ণ জয়ন্তী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আনুষ্ঠানিক শুভ সূচনা হলো বহু বিশিষ্টজনেরা উপস্থিত ও নানা অনুষ্ঠানের মাধ্যমে মুখর হয়ে উঠেছে স্কুলের পরিবেশ। তবে এবারে বিশেষ আকর্ষণীয় হিসাবে থাকছে মালদা থেকে আগত গম্ভীরা দলের গান ও নাটক। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কনুয়া ভবানীপুর নবোদয় শিশু তীর্থ স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক তথা বিশিষ্ট সমাজসেবী অভিনাস দাস, স্কুলের সভাপতি তথা কনুয়া ভবানীপুর হাই মাদ্রাসা স্কুলের সহকারী শিক্ষক সাহাজাহান আলী, কনুয়া ভবানীপুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম মোস্তফা, স্কুলের প্রধান শিক্ষক গৌরমোহন সাহা সহ স্কুলের শিক্ষক, শিক্ষিকারা।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post