পাঞ্চজন্য রায়, করিমগঞ্জ (অসম) : বার্তাজীবী সংঘের করিমগঞ্জের জেলা কমিটির পুনঃগঠন হয়েছে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী রবিবার করিমগঞ্জের আবর্ত ভবনে আয়োজিত সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি পুনঃগঠন করা হয় ।
সভায় পর্যবেক্ষক হিসাবে উপস্থিত ছিলেন বার্তাজীবী সংঘের রাজ্য কমিটির কার্যনির্বাহী সদস্য রাহুল চক্রবর্তী। সকাল দশটায় করুণা দেবের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় ১৩ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়। সভার সর্বসম্মতিক্রমে সভাপতি অসীম দেব এবং সম্পাদক সৈয়দ আহমেদকে পুনঃবহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে সহ-সভাপতি পদে শরিফ উদ্দিন এবং সহ-সম্পাদক পদে অরূপ রায়কে মনোনীত করা হয়। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন করুণা দেব।
কমিটি পুনঃগঠন শেষে সাংবাদিকদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয় সভায়। অন্যদিকে করিমগঞ্জ বার্তাজীবী সংঘের উদ্যোগে রাজ্য অধিবেশন অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পর্যবেক্ষক হিসাবে উপস্থিত রাজ্য কার্যনির্বাহী কমিটির সদস্য রাহুল চক্রবর্তী বিগত দিনে অসম বার্তাজীবী সংঘের খতিয়ান তুলে ধরেন সভায়। কর্মরত সাংবাদিকদের কল্যাণে সংঘের পক্ষ থেকে নতুন করে কী কী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে সে বিষয়ে অবগত করেন তিনি।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post