পাঞ্চজন্য রায়, করিমগঞ্জ (অসম) : নাগাড়ে কর্মসূচি জারি রেখেছে করিমগঞ্জ লায়ন্স ক্লাব ফ্রন্টলাইন। জনসেবামূলক কাজের মাধ্যমে নিজেদের সংগঠন লায়ন্স ক্লাব ফ্রন্টলাইনের বিস্তার করে চলেছেন কার্যকর্তারা। মাস কয়েক পর পর বিভিন্ন সমাজিক কাজের মাধ্যমে তারা নিজেদের ক্লাবের জানান দিচ্ছেন।
আরো পড়ুন খুব শীঘ্রই অনুষ্ঠিত হতে চলেছে BANGLAR GORBO AWARD 2022 (season3)
কিছুদিন আগেই শীতবস্ত্রের অভাব রয়েছে এরকম পরিবারগুলোকে খোঁজে বের করে তাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন লায়ন্স ক্লাব ফ্রন্টলাইনের কার্যকর্তারা। হিন্দু মিলন মন্দিরে ছোট এক অনুষ্ঠানের মাধ্যমে ২৯৫ জন গরিব-দুস্থের মধ্যে শীত নিবারণের জন্য কম্বল বিতরণ করা হয়। সেই ধারা অব্যাহত রেখে মঙ্গলবার করিমগঞ্জ রেল স্টেশনের পাশে ২৫০ গরিব মানুষের মধ্যে আহারের প্যাকেট বিতরণ করা হয়। ক্লাবের তরফে ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান এক্টিভিটি প্রোগ্রামের অধীনে হাঙ্গার রিলিফের আয়োজন করা হয়। এতে ব্যাপক সাড়া পাওয়া যায়। বিভিন্ন এলাকার ২৫০ গরিবের মধ্যে বিতরণ করা হয় এই মধ্যাহ্ন আহারের প্যাকেট।
আরো পড়ুন Banglar Gorbo Award 2022 Registration
এ প্রসঙ্গে সভাপতি বিশ্বজিত ঘোষ বলেন, তাঁদের উদ্দেশ্য হল দুস্থদের সেবা করা। স্বাস্থ্য পরীক্ষা শিবির সহ আরও বহু কর্মসূচি ইতিমধ্যে তাঁরা সম্পাদন করেছেন। তিনি বলেন, গরিব-দুস্থদের পাশে তাদের ক্লাব চিরদিন থাকবে। গরিব মানুষের হাতে খাবারের প্যাকেট তুলে দিতে পেরে অনেকটাই তৃপ্ত বলে জানান তিনি। আগামীতে এ ধরনের আরও উদ্যোগ নেওয়া হবে। উপস্থিত ছিলেন সম্পাদক অসীম নাথ, প্রদীপ কুরি, অমিত দেবরায়, রূপক ঘোষ, রাহুল সাহা, চন্দন দাস, প্রশান্ত পাল, বিভাস ঘোষ, কার্তিক দে প্রমুখ।
আরো পড়ুন মাদুলিতেই উধাও হবে করোনা! দাবি করতেই মাদুলি বাবার বাড়িতে পুলিশ
Discussion about this post