কল্যাণ দত্ত, পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে বুধবার ৯ টি বকনা গরু বিতরণ করা হল। খণ্ডঘোষ ব্লকের ৯ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে বিতরণ করা হয় বকনা গরু গুলি। বকনা গরু বিতরণের সাথে সাথে গরু পালনের সহায়তায় গো খাদ্য ও রোগ নিরাময়ের জন্য প্রয়োজনীয় ওষুধ ও তুলে দেওয়া হয় আগত উপভোক্তাদের হাতে।
আরো পড়ুন বিজেপির টিকিটে জিতে অন্যদলে যাওয়া যাবে না, মুচলেকা দেওয়ার নিদান দিলেন সাংসদ অর্জুন সিং
শুধুমাত্র তাই নয় গো পালকদের সাহায্যার্থে গোয়াল ঘর সংস্কারের স্বার্থে এককালীন ৩৬৫০ টাকা আর্থিক অনুদান ও প্রদান করার কথা জানান পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত বাগদি। খণ্ডঘোষ ব্লক প্রাণী সম্পদ দপ্তরের আধিকারিক চিরদীপ হাজরা বলেন, সাধারণ মানুষ যাতে গো পালনের মাধ্যমে স্বনির্ভরশীল হতে পারে সেই দিকে লক্ষ্য রেখেই রাজ্য সরকারের এই উদ্যোগ। আমাদের খণ্ডঘোষ ব্লকে ৯ টা টার্গেট ছিল আর সেটা আমরা পূরণ করতে পেরেছি।
আরো পড়ুন পশ্চিমবঙ্গে লকডাউনের ইঙ্গিত মুখ্যমন্ত্রীর!
জেলা পরিষদের সদস্য বিশ্বনাথ রায় বলেন, দরিদ্র পরিবারগুলো একটি করে গরু পালন করতে পারলেই তাদের অনেককাংশে অভাব ঘুচনো সম্ভব হবে। এভাবে রাজ্য সরকার সব সময়ের জন্য মানুষের পাশে থাকবে। শুধুমাত্র বকনা বাছুর দেওয়া হল সেটা নয়, পালকরা যাতে গো পালনে কোনো সমস্যার সম্মুখীন না হয় তার জন্য গো খাদ্য, ওষুধ, এবং গোয়াল ঘর সংস্কারের ক্ষেত্রে আর্থিক অনুদানও ধ্যার্য করা হয়েছে রাজ্য সরকারের তরফে।
আরো পড়ুন Exclusive Interview: স্টার জলসার ‘খুকুমনি হোমডেলিভারি’র Nayanika Sarkar
Discussion about this post