দীপ দেব: আজ মাসু ঘাট জিপি তে যুব সংঘ ক্লাবের পক্ষ থেকে প্রত্যেক বছরের ন্যায় এ বছরও কিশোর সেতুওপেন ক্রিকেট টুর্নামেন্ট প্রতিযোগিতার আয়োজন করা হয় এই এই প্রতিযোগিতায় ১৬ টি দল অংশগ্রহণ করেন।এই খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক শ্রী কিশোর নাথ মহাশয় ।
আরো পড়ুন Banglar Gorbo Award 2022 Registration
কিশোর নাথ মহাশয়কে দিয়ে ফিতা ও কেক কেটে এই ওপেন ক্রিকেট খেলার শুভ উদ্বোধন করা হয়। প্রাক্তন বিধায়কের সঙ্গে ছিলেন এপি প্রতিনিধি রাজেশ শর্মা, টি মোর্চা সভাপতি শ্রবণ কুমার গোয়ালা, হেমচন্দ্র সিং, ভাইটি শুভ, পিডিযোগেন্দ্র শর্মা, কিশোর সেতু ফুটবল টুর্নামেন্টের প্রেসিডেন্ট আখতার হোসেন লস্কর, প্রাক্তন পঞ্চায়েত হানিফ এবং মাসু ঘাট জিপির জনসাধারণ । ক্লাবের সদস্যরা প্রাক্তন বিধায়ক কে অতি সম্মানের সহিত উত্তরীয় ও মান পত্র তুলে দেন।
আরো পড়ুন রোগ শয্যাতেই হাতে উঠলো পদ্মশ্রী বাঁটুল দি গ্রেট খ্যাত নারায়ন দেবনাথের
মমাসু ঘাট জিপির জনসাধারণ প্রাক্তন বিধায়ক এর কাজের প্রতি যথেষ্ট প্রশংসা প্রকাশ করেন তৎসঙ্গে বর্তমান মুখ্যমন্ত্রী ডাঃহিমন্ত বিশ্বাস শর্মা এর কাজের এবং উনার অক্লান্ত পরিশ্রমের যথেষ্ট প্রশংসা করেন এবং কিশোর নাথ জিন্দাবাদ ও মুখ্যমন্ত্রী ডাঃহিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ ধ্বনি দেন।
Discussion about this post