নিউজ ডেস্ক: Kolkata Knight Riders-এর বিরুদ্ধে শুক্রবার খেলতে নামছে Punjab Kings। IPL টুর্নামেন্টের অষ্টম ম্যাচটি মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে। ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে। ম্যাচ নিয়ে যে উত্তেজনার পারদ ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।
আরো পড়ুন Digha Hotel: শুক্রবার থেকে বদলাচ্ছে একাধিক নিয়ম! দিঘাতে থাকার খরচ কি তবে বাড়তে চলেছে?
গত ম্যাচে নাইট ব্রিগেড রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে হেরে গিয়েছিল। সেই জায়গায় RCB-র বিরুদ্ধেই জয়ের জন্য ২০৬ রান তাড়া করে দুরন্ত একটা জয় হাসিল করেছে। শুক্রবারের এই ম্যাচে কলকাতা নাইট রাইডার্স দলের অলরাউন্ডার আন্দ্রে রাসেল কিন্তু দলের চিন্তার ভাঁজ অনেকটাই বাড়িয়ে দিয়েছে। পাশাপাশি পাঞ্জাব দলের কাছে আজ সুখবর রয়েছে। সেটা হল কাগিসো রাবাডা কোয়ারান্টাইন পিরিয়ড শেষ করে দলের সঙ্গে যুক্ত হতে চলেছেন। শুক্রবারের এই ম্যাচে পাঞ্জাবের প্রথম একাদশে তাঁকে দেখা যেতে পারে।
𝙈𝘼𝙏𝘾𝙃𝘿𝘼𝙔 𝙈𝙊𝙊𝘿 🔛#KnightsTV presented by @glancescreen | #KKRHaiTaiyaar #KKRvPBKS #IPL2022 pic.twitter.com/Cg5zm8OWhK
— KolkataKnightRiders (@KKRiders) April 1, 2022
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের বিরুদ্ধে খেলার সময় চোট পেয়েছিলেন আন্দ্রে রাসেল। ম্যাচের শেষে KKR ব্রিগেডের প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককুলাম রাসেলের চোটের ব্যাপারে নিশ্চিত করেছিলেন। নিউ জিল্যান্ডের এই প্রাক্তন ক্রিকেটার জানিয়েছিলেন যে বাউন্ডারি লাইনে ডাইভ দেওয়ার কারণে রাসেল কাঁধে চোট পেয়েছেন। যথেষ্ট ব্যথাও রয়েছে। সেকারণে তাঁকে ৪ ওভার বল করতে দেওয়া হয়নি। যদি পাঞ্জাবের বিরুদ্ধে খেলতে নামার আগে রাসেল সুস্থ না হয়ে ওঠেন, তাহলে সেটা কেকেআর ব্রিগেডের কাছে একটা বড় ঝটকা হতে পারে। টুর্নামেন্টের শুরুতেই এই তারকা অলরাউন্ডারের চোট দলকে অবশ্যই বিপাকে ফেলবে।
আরো পড়ুন Mandarmani Hotels:মন্দারমণির সমুদ্র সৈকতে দূষণ ছড়ানোর অভিযোগে প্রায় ৫০ টি হোটেল বন্ধ হতে চলেছে
যদি চোটের কারণে রাসেলকে একান্তই বাইরে বসতে হয়, তাহলে তাঁর জায়গায় মহম্মদ নবিকে দলে নেওয়া হতে পারে। নবি পাওয়ার প্লে চলাকালীন বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও দলের কাজে আসতে পারেন। তবে কলকাতা দলে ইতিমধ্যেই দুই স্পিনার রয়েছেন। সেই জায়গায় মহম্মদ নবিকে প্রথাম একাদশে সুযোগ দেওয়া হয় কি না, সেটাই নজরে রাখতে হবে। নাহলে শ্রীলঙ্কার পেসার চামিকা করুণারত্নেও তালিকায় রয়েছেন।
কলকাতা নাইট রাইডার্স (সম্ভাব্য একাদশ): ভেঙ্কটেশ আইয়ার, অজিঙ্কা রাহানে, শ্রেয়স আইয়ার (c), নীতীশ রানা, স্যাম বিলিংস, শেলডন জ্যাকসন (wk), আন্দ্রে রাসেল/মহম্মদ নবি/চামিকা করুণারত্নে, সুনীল নারিন, টিম সাউদি, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী।
পঞ্জাব কিংস (সম্ভাব্য একাদশ): শিখর ধাওয়ান, ময়াঙ্ক আগরওয়াল (c), ভানুকা রাজাপাক্ষে (wk), লিয়াম লিভিংস্টোন, রাজ বাওয়া, শাহরুখ খান, ওডিন স্মিথ, হরপ্রীত ব্রার, আর্শদীপ সিং, কাগিসো রাবাডা, রাহুল চাহার
Discussion about this post