সুরশ্রী রায় চৌধুরী : ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শনিবার সন্ধ্যায় নন্দন এ সৌরভ দাসের সঞ্চালনায় এক জমাটি আলোচনা হলো। আলোচনার বিষয় ছিল ‘চরিত্র না তারকা’। উৎসবের প্রথম ‘সিনে আড্ডা’য় পক্ষে-বিপক্ষে বললেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, চঞ্চল চৌধুরী, অনির্বাণ ভট্টাচার্য, রাজ চক্রবর্তী, বনি সেনগুপ্ত, কৌশানি মুখোপাধ্যায়, ঈশা সাহা, নাজিফা তুষি। বিতর্ক সভার শুরুতেই প্রসেনজিৎ ‘২২শে শ্রাবণ’ ছবি থেকে তাঁর বিখ্যাত সংলাপ বলেন, ‘‘জীবনে ভাত-ডাল ও বিরিয়ানির তফাতটা বুঝতে শেখ। প্রথমেরটা নেসেসিটি, পরেরটা লাক্সারি।’’ প্রসেনজিতের কথায় , ‘‘তারকা ও স্টারডম দুটোই প্রয়োজন। কারণ এক জন তারকাও কিন্তু অভিনয় করতে পারেন।’’
বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরী আবার নিজেকে ‘তারকা’ মানতে নারাজ। তাঁর সাফ কথা, ‘‘আমি চরিত্রের প্রতি বেশি আকৃষ্ট। স্টারডম ভাল লাগে। কিন্তু তার আগে অভিনয় জানাটা জরুরি।’’ রাজ চক্রবর্তীর মতে, ভাল চরিত্র এবং দর্শক আসলে তারকার জন্ম দেন। বনি-কৌশানীকে ইন্ডাস্ট্রিতে নিয়ে এসেছিলেন রাজ। সেই প্রসঙ্গ টেনেই বনি বললেন, ‘‘ফিল্মি পরিবারে বড় হয়েছি বলে ছোট থেকেই তারকা হওয়ার স্বপ্ন দেখতাম। কিন্তু দুঃখের বিষয় আজকে আর সেই স্টারডম নেই। নিজের কাজটা শুধু মন দিয়ে করি।’’
কৌশানী বলেন, ‘‘মাচায় আমাকে দেখার জন্য অগণিত অপেক্ষারত মানুষ আমার কাছে স্টারডম।’’ এ প্রসঙ্গেই অভিনেত্রী মনে করিয়ে দিলেন, ‘‘লকডাউনের সময় অনেকের হাতে কাজ ছিল না। আজকে কাজ আসছে এটাই ভাল কথা। তাই আগে মন দিয়ে অভিনয় করতে হবে।’’ ইশাও সমর্থন করলেন কৌশানীর মন্তব্য। বাংলাদেশের ‘হওয়া’ ছবির অভিনেত্রী নাজিফা তুলনায় টলিউডে নতুন। এ প্রসঙ্গে তাঁর বক্তব্য, ‘‘আমার সঙ্গে মিল নেই এ রকম চরিত্রই আমাকে বেশি আকর্ষণ করে। কারণ স্টারডম আসে যায়, কিন্তু অভিনয় থেকে যায়।’’
অনির্বাণ এই বক্তব্যকে নস্যাৎ করে বললেন, ‘‘ছোটবেলায় আবৃত্তি প্রতিযোগিতায় ‘নমস্কার, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বীরপুরুষ’ এইটুকু বলে বেরিয়ে এসেছিলাম। তার পরেও আজকে যা পেয়েছি আমার কাছে সেটাই যথেষ্ট।’’ এ প্রসঙ্গেই ‘মন্দার’-এর পরিচালক মনে করিয়ে দিলেন, ‘‘আমি যা পারি না, যে আমার স্বপ্নপূরণ করে, সে তারকা। দর্শক ও নায়কের এই বিশ্বাসটাই স্টারডম। জীবনে এই অলীক ভালবাসারও প্রয়োজন আছে।’’ এই ভাবেই শনিবারের আলোচনা জমজমাটি হয়ে উঠল। শনিবার সকাল থেকেই নন্দন চত্বরে ভিড় বাড়তে শুরু করে। নন্দনের কাউন্টার থেকে ‘ডেলি পাস’ নেওয়ার জন্য লম্বা লাইন ছিল চোখে পড়ার মতো।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post