দেবশ্রী মুখার্জি : করোনার ঊর্ধ্বমুখী গ্রাফ দেখে KIFF আপাত ভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফিল্ম ফ্যাস্টিভাল কমিটির চেয়ারপারসন রাজ চক্রবর্তী নিজেও কভিড আক্রান্ত, যার জেরে গত কাল মিটিং এ উপস্থিত থাকতে পারেননি। এরপর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বৈঠকে যোগ দেওয়ার পর রাতারাতি পরমব্রত চট্টোপাধ্যায় করোনায় আক্রান্ত হওয়ার খবর আসে। এছাড়াও কমিটির অনেকেই করণায় আক্রান্ত হয়েছেন। মানুষের নিরাপত্তার স্বার্থেই রাজ্য সরকারের তরফে ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উৎসবের পরবর্তী তারিখ যথা সময়ে জানানো হবে।
আরো পড়ুন মুখ্যমন্ত্রীর ৬৬ জন্মদিনে ৬৬ পাউন্ড কেক কেটে জন্মদিন পালন
আরো পড়ুন আগামী ৮ ই জানুয়ারি থেকে শনি ও রবিবার মেট্রোর সংখ্যা কমিয়ে দেওয়া হচ্ছে
Discussion about this post