সুরশ্রী রায় চৌধুরী: নেতাজি ইন্ডোরে ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (Kolkata International Film Festivel) উদ্বোধন হলো। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, রানি মুখোপাধ্যায়, শত্রুঘ্ন সিনহা, মহেশ ভাট , নতুন প্রজন্মের হার্ট থ্রব গায়ক অরিজিৎ সিং, মেলোডি কিং কুমার শানু। বিশেষ অতিথি প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। প্রধান অতিথি রাজ্যপাল সি ভি আনন্দ বোস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বেই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে মুখ্য অতিথির আসনে রাজ্যপালের উপস্থিতি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। অনুষ্ঠান শুরু হয়েছে বিকেল চারটেয়। এদিন মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ও তথ্যসচিব শান্তনু বসুকে নিয়ে চলচ্চিত্র উৎসবের তদারকিতে নেমে পড়েন। কতটা কী প্রস্তুতি হয়েছে, তা খতিয়ে দেখেন। অতিথিদের খোঁজখবর নেন। নবান্ন সূত্রের খবর, এই বছর উৎসবের উদ্বোধন করবেন বিগ বি অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। সঙ্গী হবেন বলিউডের বাদশা শাহরুখ খান (Shahrukh Khan)। উৎসব চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত।
এবারের চলচ্চিত্র উৎসবের থিম- ‘বিশ্ব মেলে ছবির মেলায়’। উদ্বোধনী ছবি হিসাবে বেছে নেওয়া হয়েছে হৃষিকেশ মুখোপাধ্যায় পরিচালিত জয়া-অমিতাভ জুটির ছবি অভিমান। ১৯৭৩ সালে মুক্তি পেয়েছিল ছবিটি। এবারের চলচ্চিত্র উৎসবে বিশেষ শ্রদ্ধার্ঘ্য জানানো হবে প্রয়াত চিত্র পরিচালক তরুণ মজুমদার এবং জাঁ লু গোদার। দুই কিংবদন্তী পরিচালকের বেশ কিছু ছবি দেখানো হবে উৎসবে। ৮০ বছরে পা রাখা অমিতাভ বচ্চনকে বিশেষ সম্মান জানানো হবে। তাঁর বেশ কিছু হিট ছবি দেখানো হবে উৎসবে।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post