রাজকুমার দাস: আগামী ২৫শে এপ্রিল থেকে ১লা মে পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে ২৭তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের। এবছরের ফোকাল থিম কান্ট্রি ফিনল্যান্ড। শনিবার এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে একথা জানান উৎসব কমিটির চেয়ারম্যান তথা পরিচালক রাজ চক্রবর্তী।
এদিন উপস্থিত ছিলেন অরিন্দম শীল, সায়ন্তিকা ,জুন মালিয়া,সুদেষ্ণা রায়, স্বরূপ বিশ্বাস, গৌতম ঘোষ সহ প্রমুখ অতিথিরা। জন্ম শতবার্ষিকী পালন করা হচ্ছে পরিচালক সত্যজিৎ রায়, চিদানন্দ দাশগুপ্ত, ও মিকলোস । এই উৎসবে মোট১০৪টি ফিল্ম, ৫৯টি শর্ট ও ডকুমেন্টারি ফিল্ম মোট৪০ টি দেশের সিনেমা দর্শকরা দেখতে পাবেন।
আরো পড়ুন UNLOCK 7: রহস্যময় গল্প নিয়ে UNLOCK 7 এর ট্রিজার লঞ্চ
উদ্বোধনী সিনেমা সত্যজিৎ রায়ের”অরণ্যের দিনরাত্রি”-দেখানো হবে নজরুল মঞ্চে। ক্লোসিং শিরোমণি হবে পয়লা মে রবীন্দ্র সদনে। আগামী এক সপ্তাহ বাঙালি গরমে নরমে নন্দন মুখী হবে। সিনে প্রেমীদের আড্ডা থাকছেই শহরের দশটি ভেনিউ জুড়ে।
Discussion about this post