সুরশ্রী রায় চৌধুরী : সদ্য প্রয়াত প্রবীণ কার্টুনিস্ট নারায়ণ দেবনাথের প্রয়াণে শোকস্তব্ধ সব মহল। আর তাঁকে শ্রদ্ধা জানিয়ে কলকাতা পুলিশ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। কারণ হাঁদা-ভোঁদা, নন্টে ফন্টের স্রষ্টা বাঙালির জীবনে ওতোপ্রতো ভাবে জড়িয়ে তিনি। বাঙালি ছেলেমেয়েদের ছোটবেলার অন্যতম সাক্ষী বর্ষীয়ান কার্টুনিস্ট।
আরো পড়ুন খুব শীঘ্রই অনুষ্ঠিত হতে চলেছে BANGLAR GORBO AWARD 2022 (season3)
কলকাতা পুলিশের ফেসবুক পেজ থেকেও তাঁর প্রয়াণে শোক প্রকাশ করা হয়। পাশাপাশি সেই কার্টুন বা কমিক্সকেই করোনা সচেতনতায় অস্ত্র হিসেবে ব্যবহার করছে Kolkata Police। করোনা সচেতনতার জন্য কার্টুনের মাধ্যমে ছড়া বানিয়ে কলকাতা পুলিশের অভিনব প্রচার সোশ্যাল মিডিয়ায়।
আরো পড়ুন Banglar Gorbo Award 2022 Registration
কোথাও করোনার বিরুদ্ধে সাবানকেই বলা হচ্ছে সেরা বাণ। আবার কোথাও স্বয়ং যমরাজ এসে মাস্ক পরা নাগরিককে বলছেন, “আপনি থাকছেন স্যার”। এরকম মজার মজার ছড়া বানিয়ে কার্টুনের মাধ্যমে তা সোশ্যাল মিডিয়া দ্বারা Kolkata Police প্রচার করছে।
Discussion about this post