নিজস্ব প্রতিনিধি: সামাজিক সংস্থা Goonj এর আহ্বানে এবং we are the common people এর উদ্যোগে শ্রমের মর্যাদাদানের মাধ্যমে সমাজের প্রান্তিক মানুষদের পাশে দাঁড়ানোর উদ্যোগে সামিল হলো কোলকাতা পুরসভার দশ নম্বর ওয়ার্ডের অধিবাসীরা।
আরো পড়ুন Banglar Gorbo Award 2022 Registration
২৮ এবং ২৯ জানুয়ারী ওয়ার্ডের বস্তি অঞ্চলগুলির স্যানিটাইজেশন এর পাশাপাশি স্বচ্ছতা অভিযান চালানো এবং মাস্ক বিতণের মাধ্যমে শক্তিশালী করবার চেষ্টা হলো করোনা বিরোধী অভিযানকে। অংশগ্রহন কারীদের ফ্যামিলি সাপোর্ট কীট দিয়ে তাঁদের পাশে থাকার বিষয়ে উদ্যোগ গ্রহণ করবে Goonj,সংগঠনটির তরফ থেকে জ্ঞানেশ্বর এবং সুরিন্দর সিং কর্মসূচীর পর্যবেক্ষণের দায়িত্বে ছিলেন। এই কর্মসূচীতে অঞ্চলের ১৫০ পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।
আরো পড়ুন Online Drawing Competition 2022 : 24×7 NEWS BENGAL অনলাইন আঁকা প্রতিযোগিতা
আরো পড়ুন ভোট পরবর্তী হিংসায় অভিযুক্ত পলাতকদের খোঁজ দিলে মাথা প্রতি ৫০ হাজার টাকা পুরস্কার
Discussion about this post