প্রীতম ভট্টাচার্য: আজ ১১ জৈষ্ঠ্য ১২৪ তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে প্রভাতফেরীর আয়োজন করে কৃষ্ণ নগর ছন্দভূমি। মোট ৬০ জন ছাত্র- ছাত্রী এই প্রভাতফেরীতে অংশগ্রহন করে।পোষ্টঅফিস মোড় থেকে শুরু করে নাচে, গানে ছোটছোট ছাত্র-ছাত্রী রা সারা শহর পরিক্রমা করে স্মৃতিবিজরিত গ্রেস কটেজে নজরুল মূর্তিতে মাল্যদান করে।
আরো পড়ুন বড়খলার বন্যা কবলিত এলাকার অসহায় মানুষের খোজ নিলেন প্রাক্তন বিধায়ক শ্রী কিশোর নাথ
ছন্দভূমি নৃত্যালয়ের শিক্ষিকা সোমাশ্রী চৌধুরীশীল বলেন দুইবছর কোভিডের জন্য এই অনুষ্ঠানটি বন্ধ ছিলো,এই বছর এই প্রভাতফেরীর আয়োজন করতে পেরে আমরা খুব খুশী। এই প্রভাতফেরী সাধারন মানুষ থেকে নৃত্যালয়ের অভিভাবক ও সদস্যরা উপস্থিত ছিলেন।
Discussion about this post