সুরশ্রী রায় চৌধুরী: কৃতি শ্যানন (Kriti Sanon) ও ‘বাহুবলী’ খ্যাত প্রভাসের (Prabhash) প্রেম এখন বলিউডে চর্চার মূল বিষয়। ‘আদিপুরুষ’ ছবিতে প্রথম বার একসঙ্গে দেখা যাবে কৃতি (Kriti Sanon) ও প্রভাসকে। সম্প্রতি ‘আদিপুরুষ’ ছবির সেটে প্রভাস (Prabhash) কৃতিকে তেলুগু শেখানোর ভিডিয়ো বেশ ভাইরাল হয় সমাজমাধ্যমে। দিন কয়েক আগেই ৪০-এ পা দিয়েছেন প্রভাস (Prabhash)। সেই সময় প্রভাস জানিয়েছিলেন, তাঁর বিয়ে নিয়ে বেশ চিন্তায় রয়েছেন তাঁর মা।
‘ভেড়িয়া’ ছবির প্রচারের সময় এক সাক্ষাৎকারে কৃতিকে (Kriti Sanon) জিজ্ঞেস করা হয় কার্তিক আরিয়ান, টাইগার স্রফ এবং প্রভাসের মধ্যে কার সঙ্গে তিনি ডেটে যেতে চান, ফার্ল্ট করতে চান ও কাকে বিয়ে করতে চান? সেই প্রশ্নের উত্তরে কৃতি খুব বেশি বিলম্ব না করেই বলেন, ‘‘প্রভাসকে (Prabhash) বিয়ে করতেও পারি।’’

সম্প্রতি মুক্তি পেয়েছে কৃতি শ্যানন (Kriti Sanon) ও বরুণ ধওয়ানে ‘ভেড়িয়া’ ছবি। বরুণ ধওয়ানের বিপরীতে দেখা গিয়েছে তাঁকে। যদিও ছবিতে তাদের রসায়নের বদলে, দক্ষিণী তারকা প্রভাসের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্কের চর্চাই বেশি হয়েছে। ‘ভেড়িয়া’ ছবির প্রচারের সময় বরুণের মুখেও বার বার শোনা গিয়েছে প্রভাস-কৃতির প্রেমের কথা। এক সাক্ষাৎকারে কৃতি তাঁর মনের মানুষ সম্পর্কে বলতে গিয়ে জানান, লম্বা পুরুষই তাঁর বিশেষ পছন্দ। এ কথা শোনা মাত্র বরুণ বললেন, ‘‘হ্যাঁ, কৃতি আগেও বার বার এটা বলেছে। কিন্তু এখন সে তার মনের মানুষকে পেয়ে গিয়েছে।’’ কৃতি ও বরুণের এই কথোপকথনে, কৃতি ও প্রভাসের সম্পর্কে আশাবাদী নেটিজেনদের একাংশ।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post