দেবশ্রী মুখার্জী: সম্প্রতি চলতি বছরই সংগীত জগতে তিন নক্ষত্র পতন ঘটেছে। কিন্তু মৃত্যুর পরও তাঁরা অমর দেশবাসীর মনে। আর সেই প্রতিফলন ঘটতে চলেছে এবারের দুর্গাপুজোয়। এই তিন কিংবদন্তিকে অভিনব শ্রদ্ধাজ্ঞাপনের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কলকাতার পুজো (Durga Puja) কমিটি। দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে তাঁদের গাওয়া গান না চললে উৎসবের আনন্দই যেন অসম্পূর্ণ থেকে যায়।
আরো পড়ুন Matri Shakti Banner Shoot 2022: মাতৃশক্তি ব্যানার স্যুট ২০২২
তাই তাঁদের প্রয়াণের বছরে পুজোয় তাঁদেরই স্মরণ করবে ভবানীপুর দুর্গোৎসব সমিতি। এই পুজো কমিটির সম্পাদক শুভঙ্কর রায়চৌধুরী জানান, মণ্ডপজুড়েই লতা, সন্ধ্যা ও বাপিদার উপস্থিতি অনুভব করা যাবে। শোনা যাবে তাঁদের গান, দেখা যাবে গানের বাইরে তাঁরা কীভাবে জীবনযাপন করতেন, কী ছিল তাঁদের ভালবাসা। তাঁদের পুরনো সমস্ত কনসার্ট-সহ জীবনের নানা স্মরণীয় মুহূর্তের সাক্ষী থাকবেন দর্শনার্থীরা। এছাড়াও মণ্ডপে তিন নক্ষত্রের আবক্ষ মূর্তিও বসানোর পরিকল্পনা রয়েছে।
আরো পড়ুন রথ উপলক্ষে কুমোরপাড়ায় পুতুল তৈরীর জোর প্রস্তুতি
এবার আমরা আমাদের পুজোর থিমের নাম দিয়েছি, দ্য গোল্ডেন মিউজিক্যাল এরা।” টালিগঞ্জের আর্ট ডিরেক্টরদের একটি দল মিলে এই ভাবনা ভবানীপুরের মণ্ডপে ফুটিয়ে তুলতে চলেছেন। পুরো বিষয়টি নিয়ে একটি থিম সংও তৈরির পরিকল্পনা করেছেন ক্লাবকর্তারা। লতা (Lata Mangeshkar), সন্ধ্যা এবং ‘ডিস্কো কিং’ বাপি লাহিড়ীর জনপ্রিয় সব গানের নানা কথা সহযোগেই তৈরি হবে সেই গান। কুমার শানু কিংবা আশা ভোঁসলের মতো কোনও কিংবদন্তিকে দিয়ে গান রেকর্ড করার ইচ্ছা রয়েছে তাঁদের। সব মিলিয়ে জমজমাট হতে চলেছে ভবানীপুর দুর্গোৎসব সমিতির ৫৭তম বর্ষ।
Discussion about this post