নিজস্ব প্রতিবেদন, ব্যারাকপুর :- ব্যারাকপুর শিল্পাঞ্চলে বন্ধ থাকা জুটমিল-সহ অন্যান্য কলকারখানা খোলার দাবিতে মিছিল করলো বাম সমর্থিত বি সি এম ইউ। বুধবার বেলায় ব্যারাকপুর স্টেশন থেকে বি সি এম ইউয়ের নেতা-কর্মীরা মিছিল করে চিড়িয়া মোড় প্রশাসনিক ভবন পর্যন্ত যায়। প্রশাসনিক ভবন গেটে কিছুক্ষন বিক্ষোভ প্রদর্শন করে তারা মহকুমা শাসকের অফিসে স্মারকলিপি জমা দেয়।
আরো পড়ুন Mamata Banerjee: কেন মমতাকে সাহিত্য পুরস্কার, প্রতিবাদে ইস্তফা, পুরস্কার ফেরত
এদিনের কর্মসূচিতে সামিল হয়ে বাম নেত্রী গার্গী চট্টোপাধ্যায় বলেন, কেন্দ্রের ভ্রান্ত নীতি ও রাজ্য সরকারের উদাসীনতায় রাজ্যের জুটমিলগুলোর অবস্থা খারাপ। শ্যামনগর ওয়েভারলি জুটমিল দেড় বছর ধরে বন্ধ। অবিলম্বে বন্ধ থাকা জুটমিল ও কলকারখানা খোলার দাবিতে মহকুমা শাসকের কাছে স্মারকলিপি জমা দেওয়া হল। গার্গীর দাবি, তৃণমূলে যাবার জন্য রাস্তা প্রশস্ত করতে জুটমিল ইস্যুকে হাতিয়ার করেছেন সাংসদ অর্জুন সিং।
Discussion about this post