নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- ১২ দফা দাবিতে কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলো ২৮-২৯ মার্চ সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে। ধর্মঘট সফল করতে রবিবার বিকেলে ভাটপাড়া মোড় থেকে মিছিল আতপুর মোড় পর্যন্ত মিছিল করলো বামেরা।
আরো পড়ুন ট্রাফিক সমস্যা সমাধানে ডেপুটেশন দিনহাটায়
এদিনের মিছিলে হাজির ছিলেন সিটুর রাজ্য সাধারণ সম্পাদক অনাদি সাউ, সিটু নেত্রী গার্গী চ্যাটার্জি, সারাফত হোসেন ও রঞ্জিত মন্ডল। এদিনের মিছিলে পা মিলিয়ে সিটু নেতা অনাদি সাউ বলেন, শ্রম আইন ও শ্রম কোড বাতিল করতে হবে। বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে বেসরকারিকরন বন্ধ করতে হবে। দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করতে হবে।
Discussion about this post