নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলোর ডাকা দুদিনের ধর্মঘটের প্রথম দিনে সোমবার ব্যারাকপুর শিল্পাঞ্চলে কিছুটা প্রভাব পড়েছিল। কিন্তু দ্বিতীয় দিন মঙ্গলবারে ধর্মঘটের কোনও আঁচই পাওয়া গেল না। এদিন সন্ধেয় ধর্মঘটের সমর্থনে পানিহাটিতে মহামিছিল করে বামেরা।
আরো পড়ুন GST: ১ এপ্রিল বদলে যাচ্ছে GST-র নিয়ম
সোদপুর ট্রাফিক মোড় থেকে মিছিল শুরু হয়ে পানিহাটির বিস্তীর্ণ অঞ্চল পরিক্রমা করে। সিপিআইএম নেতা অনির্বান ভট্টাচার্য বলেন, দুদিনের ধর্মঘট একশো শতাংশ সফল হয়েছে। শুধুমাত্র জিনিসপত্রের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নয়, এদিন রামপুরহাট গণ হত্যাকাণ্ডে জড়িতদের এবং ছাত্র নেতা আনিস খুনে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই মহামিছিল করা হল।
Discussion about this post