সুরশ্রী রায় চৌধুরী: জাতীয় দল থেকে অবসর নেওয়ার কোনও পরিকল্পনা নেই আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসির (Leo Messi)। বিশ্বকাপ ট্রপি ছুঁয়ে এমনটাই বলেছেন লিওনেল মেসি (Leo Messi)। কাতারের দোহায় বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিপক্ষে পেনাল্টি শুট আউটে জয়ের পর স্থানীয় একটি টেলিভিশনকে ৩৫ বছর বয়সী মেসি (Leo Messi) বলেন, ‘আমি বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে আরও কয়েকটি ম্যাচের অভিজ্ঞতা চালিয়ে যেতে চাই।’
‘আর্জেন্টিনার বিশ্বকাপের ফাইনালে হারসহ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে অনেক হতাশার পরে মেসি (Leo Messi) বলেছিলেন, তিনি সব সময় অনুভব করেছিলেন একদিন তার সময় আসবে। এর আগে ক্রোয়েশিয়ার বিপক্ষে জয়ের পরই আর্জেন্টাইন মহানায়ক লিওনেল মেসি (Leo Messi) জানিয়ে রেখেছিলেন, লুসাইল স্টেডিয়ামের ফাইনাল তার জীবনের শেষ বিশ্বকাপ ম্যাচ হয়ে থাকবে।
সর্বকালের সেরা এই মহাতারকা বলেছিলেন, ‘রবিবারের ফাইনালটাই আমার শেষ ম্যাচ হতে যাচ্ছে, এটা নিশ্চিত। পরের বিশ্বকাপ আসতে আরও অনেক বছর বাকি। আমার মনে হয় না আমি সেখানে থাকবো। আর তাই এভাবেই শেষ করাটাই হবে সবচেয়ে ভালো।’ কিন্তু রবিবার বিশ্বকাপ জয়ের পর মেসি (Leo Messi) দেশের হয়ে খেলা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন।
দেড় মাসের যুদ্ধ শেষ। কাপ হাতে হাসিমুখে মাঠ ছাড়লেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি। তার আগে রীতিমতো ঘোষণার সুরে জানিয়ে গেলেন, বিশ্বকাপ জিতবেন এটা আগে থেকেই জানতেন। ঈশ্বর ও চাইছিলেন যাতে তিনি বিশ্বকাপ জিতুন। বলেন, বিশ্বকাপ জেতার জন্য মরিয়া হয়েছিলাম। ঈশ্বর হয়তো আমার হাতেই বিশ্বকাপটা দেখতে চাইছিলেন। মনেও হচ্ছিল যে আমাদের হাতেই কাপটা উঠবে। আগে অনেক কষ্ট সইতে হয়েছে আমাদের। সব কষ্টের শেষ হলো আজ।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post