নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- মঙ্গলবার সকাল পৌনে এগারোটা নাগাদ বোমা ফাটার বিকট শব্দে কেঁপে ওঠে ভাটপাড়া থানার গোয়ালা পাড়া রোড এলাকা। রিলায়েন্স জুটমিলের দারোয়ান কোয়ার্টারের পাশে জঙ্গলের মধ্যে লুকিয়ে রাখা বোমা আচমকা ফেটে যায়।
আরো পড়ুন SCC: স্কুল সার্ভিস কমিশনের সব মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি হরিশ ট্যান্ডন
বাসিন্দারা ভয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে দেখেন চারিদিকে ধোঁয়ায় ছেয়ে গিয়েছে। স্থানীয়দের দাবি, মিলের পরিত্যক্ত জায়গায় কলাগাছের গোড়ায় লুকিয়ে রাখা বোমা রৌদ্রের তাপে সম্ভবত ফেটে গিয়েছে। ওখানে আরও বোমা মজুত থাকার সন্দেহ করছেন বাসিন্দারা। কারা, কি কারনে ওখানে বোমা লুকিয়ে রেখেছিল, তা পুলিশ খতিয়ে দেখছে।
Discussion about this post