নিউজ ডেস্ক: এক ধাক্কায় বাড়ল 250 টাকা বাটল গ্যাসের দাম। তবে রান্নার গ্যাস নয়, দাম বেড়েছে বাণিজ্যিক গ্যাসের। যার ফলে আপাতত বাড়ির হেঁসেল সামগ্রিকভাবে প্রভাবিত না হলেও, বড় সমস্যায় পড়বেন হোটেল থেকে করে রেস্তোঁরার মালিকেরা।
আরো পড়ুন Mandarmani Hotels:মন্দারমণির সমুদ্র সৈকতে দূষণ ছড়ানোর অভিযোগে প্রায় ৫০ টি হোটেল বন্ধ হতে চলেছে
জাতীয় তেল মার্কেটিং কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, 19 কেজি সিলিন্ডারের দাম ( 19 KG Cylinder) বৃদ্ধি করা হয়েছে। আজ এপ্রিল মাসের 1 তারিখ থেকে এই দাম বৃদ্ধি পেয়েছে বাজারে। সাধারণত, প্রতি মাসের শুরুর দিন, বাজারে দাম বাড়ে LPG সিলিন্ডারের। কিন্তু এক ধাক্কায় এতটা দাম বাড়ায় স্বাভাবিকভাবেই চিন্তায় দেশের সাধারণ মানুষ।
আরো পড়ুন West Bengal Covid Restrictions : রাজ্যে উঠে যাচ্ছে করোনা সংক্রান্ত সমস্ত বিধিনিষেধ
কলকাতায় বাণিজ্যিক গ্যাসের দাম 2,351 টাকা। মুম্বই শহরে গ্যাসের দাম 2,406 টাকা। চেন্নাই শহরে রান্নার গ্যাসের দাম 2,406 টাকা। তিন মহানগরীতেই বিপুল দামে বিক্রি হচ্ছে এই গ্যাস। তবে বাণিজ্যিক গ্যাসের দাম বাড়লেও, মধ্যবিত্তের স্বস্তি যে রান্নার গ্যাসের দাম এখনই বৃদ্ধি পায়নি।
Discussion about this post